সালাতফাতওয়া  নং  ৮৭

নামাযের মাঝে কেরাত ভুলে গেলে কী করণীয়?

নামাযের মাঝে কেরাত ভুলে গেলে কী করণীয়?

নামাযের মাঝে কেরাত ভুলে গেলে কী করণীয়?

পিডিএফ ডাউনলোড করুন

প্রশ্ন:

নামাযের মাঝে কেরাত ভুলে গেলে কি অন্য কোন সুরা থেকে তেলাওয়াত করা যাবে?

প্রশ্নকারী-তালহা

উত্তর:

بسم الله الرحمن الرحيم

নামাযের মাঝে কেরাত ভুলে গেলে অন্য সূরা থেকে তেলাওয়াত করা যাবে। তবে ফরজ নামাযে মাসনুন কেরাত সমপরিমাণ পড়ার পর ভুলে গেলে রুকুতে চলে যাবে। তা না করে অন্য সূরা থেকে পড়া মাকরুহ।-সহীহ বুখারী, ৭৭৫ সহীহ মুসলিম, ৮২২ ফাতাওয়া শামী, ১/৪৯২, ৬২৩ ফাতহুল কাদীর, ১/৪০০ হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকি, পৃ: ৩৩৩-৩৩৪

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (গুফিরা লাহু)

২৮-১২-১৪৪১ হি.

১৯-০৮-২০২০ ইং

আরো পড়ূন
যোহর ও আসরের নামাযে মুসল্লিরা ইমামের কেরাত শুনতে পেলে কি নামায হবে?

Related Articles

Back to top button