নিকাহ-তালাকফাতওয়া  নং  ২৬৫

চ্যাটে বা ম্যাসেজে তালাক দেয়ার হুকুম

চ্যাটে বা ম্যাসেজে তালাক দেয়ার হুকুম কী?

চ্যাটে বা ম্যাসেজে তালাক দেয়ার হুকুম, ফাতওয়া

পিডিএফ ডাউনলোড করুন

ওয়ার্ড ডাউনলোড করুন

 

প্রশ্ন:

স্বামী ‍যদি চ্যাটে বা ইমেইলে ম্যাসেজ করে স্ত্রীকে লিখে পাঠায় ‘আমি তোমাকে তালাক দিলাম’, কিন্তু মুখে কিছু না বলে, তাহলে কি তালাক হয়ে যাবে?

প্রশ্নকারী- আবদুল্লাহ

 

উত্তর:

মুখে না বলে চ্যাটে বা ইমেইলে ম্যাসেজ করলেও তালাক হয়ে যায়। তাই ‘আমি তোমাকে তালাক দিলাম’ লিখে ম্যাসেজ পাঠালে তালাক হয়ে যাবে। -বাদায়িউস সানায়ি: ৪/২৯১-২৯২, খানিয়া: ১/২৮৭

فقط، والله أعلم باصواب

 আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

২৮-১১-১৪৪৩ হি.

২৯-০৬-২০২২ ঈ.

 

সকল ফাতওয়া- এক নজরে সকল ফাতওয়া

Related Articles

Back to top button