হুদূদ-কিসাস-তাযিরফাতওয়া  নং  ৩৩৭

ব্যভিচারের গুনাহ শুধু তওবা করার দ্বারা মাফ হবে কি?

ব্যভিচারের গুনাহ শুধু তওবা করার দ্বারা মাফ হবে কি?

ব্যভিচারের গুনাহ শুধু তওবা করার দ্বারা মাফ হবে কি?

পিডিএফ ডাউনলোড করুন

ওয়ার্ড ডাউনলোড করুন

প্রশ্নঃ

কেউ ব্যভিচারে লিপ্ত হওয়ার পর শরীয়াহ কর্তৃত নির্ধারিত শাস্তি পাওয়া ছাড়া শুধু তওবা করলে কি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন?

নাম- আবদুল্লাহ

উত্তরঃ

জি, বাস্তবিক অর্থে তওবা করলে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন,

إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا -النساء: 116

“নিশ্চয় আল্লাহ তার সঙ্গে শরীক করা ক্ষমা করবেন না, এছাড়া অন্যান্য গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দিবেন।” -সূরা নিসা ০৪: ৪৮

والله تعالى أعلم بالصواب

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

১৮-০৬-১৪৪৪ হি.

১২-০১-২০২৩ ঈ.

আরও পড়ুনঃ ব্যক্তিগতভাবে ব্যভিচারের শাস্তি প্রদান করা যাবে কি?

Back to top button