হাকেমিয়্যাহ (শরীয়াহ আইন ও মানবরচিত আইন):ফাতওয়া  নং  ২৩৫

বর্তমান তাগুতি আদালতে বিচার চাওয়া যাবে কি?

বর্তমান তাগুতি আদালতে বিচার চাওয়া যাবে কি?

বর্তমান তাগুতি আদালতে বিচার চাওয়া যাবে কি?, fatwaa

পিডিএফ ডাউনলোড করুন

ওয়ার্ড ডাউনলোড করুন

প্রশ্নঃ

বর্তমান সরকার তাগুত। এ সরকারের অধীনে থাকা আদালতগুলো তাগুতি আদালত। বিচার ব্যবস্থা কুফরি বিচার ব্যবস্থা। এগুলো আমি জানি এবং মনে প্রাণে মানি। কিন্তু আমার জানার বিষয় হল, বর্তমানে ইসলামী বিচার ব্যবস্থা না থাকায়, নিজের অধিকার আদায়ের লক্ষ্যে এসব তাগুতি আদালতে বিচার চাওয়া যাবে কি না?

প্রশ্নকারী- ইয়াছিন আরাফাত

 

উত্তরঃ

শরীয়াহ বিচার ব্যবস্থা থাকার পরও যদি কেউ তা প্রত্যাখ্যান করে তাগুতের বিচারের শরণাপন্ন হয়, তাহলে তা কুফর। পক্ষান্তরে যখন শরীয়াহ বিচার ব্যবস্থা না থাকে, তখন যদি কেউ অনন্যোপায় হয়ে তার ন্যায্য অধিকার আদায়ের জন্য তাগুতি বিচার ব্যবস্থার শরণাপন্ন হয় এবং শরীয়াহ বিচারই যে উত্তম, তার উপর তার পূর্ণ বিশ্বাস থাকে, তাহলে তা কুফর নয়। ফুকাহায়ে কেরাম এটিকে জায়েয বলেছেন।

তবে এখানে দু’টি বিষয় লক্ষণীয়:

১. প্রতিপক্ষের উপর যেন জুলুম না হয় সেদিকে লক্ষ রাখতে হবে।

২. প্রাপ্য হকের অতিরিক্ত কিছু আপনাকে প্রদান করা হলে প্রতিপক্ষেকে তা ফিরিয়ে দিতে হবে।

-দেখুন মাফহুমুল হাকিমিয়্যাহ, আব্দুল্লাহ আযযাম রহ. ১২-১৩; মুনতাদাল আসইলাহ, প্রশ্ন নং ৫৭৭, আবু মুহাম্মাদ আলমাকদিসি

আরও দেখুন ফতোয়া নং ১৯৩. নিরপরাধ কোনো মুসলিমকে মুক্ত করার জন্য তাগুতের কোর্টে কেইস লড়ার হুকুম কী?

فقط، والله تعالى أعلم بالصواب.

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

০৬-০৭-১৪৪৩ হি.

০৮-০২-২০২২ ঈ.

Back to top button