পবিত্রতা-ওযু-গোসলফাতওয়া  নং  ৭৭

দাঁতে ক্যাপ পরা থাকলে ফরয গোসলে কি কোনো সমস্যা হবে?

দাঁতে ক্যাপ পরা থাকলে ফরয গোসলে কি কোনো সমস্যা হবে?

দাঁতে ক্যাপ পরা থাকলে ফরয গোসলে কি কোনো সমস্যা হবে?

পিডিএফ ডাউনলোড করুন

প্রশ্ন:

বর্তমানে দাঁতের চিকিৎসার জন্য ডাক্তাররা একটি পদ্ধতি অবলম্বন করে থাকেন। তা হল, দাঁতে বড় ধরনের কোন সমস্যা দেখা দিলে দাঁতটিকে রুট ক্যানেল করে তার ওপর দাঁতের মতো একটি ক্যাপ বসিয়ে দেন। যা বহুদিন পর্যন্ত দাঁতটিকে আবৃত করে রাখে। এখন আমার জানার বিষয় হল, ফরয গোসলের সময় তো সেই দাঁতে পানি পৌঁছে না। তাহলে ফরয গোসলে কি কোনো সমস্যা হবে?

প্রশ্নকারী-জহিরুল

উত্তর:

দাঁতে রুট ক্যানেল বা ক্যাপ পরানোর কারণে যদিও মূল দাঁতে পানি পৌঁছানো যায় না, তবুও তাতে অজু গোসলের কোনো সমস্যা হবে না। শরীয়তে এটি ওজর হিসেবে গণ্য। -রদ্দুল মুহতার: ১/১৫৪, ইমদাদুল ফাতাওয়া: ১/৪৭-৪৮

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

০৪-১২-১৪৪১ হি.

২৬-০৭-২০২০ ইং

আরো পড়ূন
ভুলে ফরয গোসল ছুটে গেলে কি সালাত হবে?

Related Articles

Back to top button