যাকাত-ফিতরা:ফাতওয়া  নং  ৬৯

পাওনা টাকার যাকাত কখন দিতে হবে?

পাওনা টাকার যাকাত কখন দিতে হবে?

পাওনা টাকার যাকাত কখন দিতে হবে?

পিডিএফ ডাউনলোড করুন

প্রশ্ন:

আমি একজনের কাছে চার লাখ টাকা পাই, এখন কি আমাকে সেই টাকার যাকাত দিতে হবে? দিতে হলে কত বছর পর্যন্ত দিব। উল্লেখ্য, বর্তমানে আমার যা ইনকাম তা দিয়ে সংসার চালাতেই কষ্ট হয়।

প্রশ্নকারী-ওসমান শেখ

উত্তর:

আপনি যদি মনে করেন, সেই টাকাগুলো বিলম্বে হলেও পাবেন বা পাওয়ার সম্ভাবনাই বেশি, তাহলে প্রতি বছরই আপনার ওপর তার যাকাত ওয়াজিব হবে। তবে সেটা এখনই আদায় করা জরুরি নয়। ইচ্ছা করলে এখনই দিতে পারেন এবং সম্ভব হলে এটাই উত্তম। আর যদি এখন না দিতে চান বা দিতে কষ্ট হয়, তাহলে যখন হাতে পাবেন, তখন হিসেব করে পেছনের বছরগুলোর যাকাতও আদায় করতে হবে।

আর যদি মনে করেন টাকাগুলো পাওয়ার সম্ভবনা কম, না পাওয়ার সম্ভবনাই বেশি, তাহলে আপাতত আপনার ওপর উক্ত টাকার যাকাত ওয়াজিব হবে না। যদি কখনো এই টাকা ফিরে পান, তখন থেকে তার যাকাত আদায় করবেন। এক্ষেত্রে পেছনের বছরগুলোর যাকাতও আদায় করতে হবে না। -রদ্দুল মুহতার: ২/২৬৬, ৩৪৪

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদী (উফিয়া আনহু)

৩০-১১-১৪৪১ হি.

২২-০৭-২০২০ ইং

আরো পড়ূন
দেনাদার টাকা দিতে গড়িমসি করলে সেই টাকার যাকাতের হুকুম কী?

প্রভিডেন্ট ফান্ডে জমাকৃত অর্থের যাকাত কীভাবে দেবো?

Related Articles

Back to top button