সালাতফাতওয়া  নং  ৯১

প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেললে কী করণীয়?

প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেললে কী করণীয়?

প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেললে কী করণীয়?

পিডিএফ ডাউনলোড করুন

প্রশ্ন:

কেউ ফরয নামাজের প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা নাস পড়ে ফেললে দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়বে?

প্রশ্নকারী- রফিকুল ইসলাম

উত্তর:

بسم الله الرحمن الرحيم

ফরয নামাযের প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেললে, দ্বিতীয় রাকাতেও সূরা নাস পড়া উচিত। তবে ইচ্ছাকৃত ভাবে ফরযের উভয় রাকাতে একই সূরা পড়া অনুত্তম। -আততাজনীস ১/৪৬৭; ফাতাওয়া বাযযাযিয়া ৪/৪০; রদ্দুল মুহতার ১/৫৪৬, তাতারখানিয়া: ২/৬৮

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (গুফিরা লাহু)

২৮-১২-১৪৪১ হি.

১৯-০৮-২০২০ ইং

আরো পড়ূন
কোনো রাকাতে একটি সেজদা করলে কি নামায হবে?

Related Articles

Back to top button