বিবিধফাতওয়া  নং  ৬১

বয়সের আগে চুল সাদা হয়ে গেলে কি কালো কলপ দেয়া যাবে?

বয়সের আগে চুল সাদা হয়ে গেলে কি কালো কলপ দেয়া যাবে?

বয়সের আগে চুল সাদা হয়ে গেলে কি কালো কলপ দেয়া যাবে?

পিডিএফ ডাউনলোড করুন

প্রশ্ন:

আমার বয়স যখন আট বছর তখন থেকে আমার মাথার চুল সাদা। এখন আমার বয়স ২৬ বছর। আমার প্রশ্ন হল,বয়সের আগে চুল সাদা হয়ে গেলে আমার জন্য কি চুলে কালো রং ব্যবহার করা বৈধ হবে?

প্রশ্নকারী- কামরুল

উত্তর: 

بسم الله الرحمن الرحيم

জী ভাই, আপনার জন্য প্রশ্নোক্ত সূরতে কালো কলপ ব্যবহার করা বৈধ হবে। কারণ, চুলে কালো খেযাব ব্যবহার করা মূলত তাদের জন্য নিষিদ্ধ, যাদের চুল স্বাভাবিক বয়সের কারণে পাকে। পক্ষান্তরে যাদের চুল বয়স হওয়ার আগে, অন্য কোনো কারণে পাকে, তাদের জন্য চুলে কালো খেযাব লাগানো নিষেধ নয়। তবে উত্তম হল, কালো রংয়ের সাথে সামান্য মেহেদীর রং মিশ্রিত করে নেয়া। অবশ্য যখন থেকে মানুষের স্বাভাবিক চুল পাকা শুরু হয়, তখন আর এ কালো রং ব্যবহার করা আপনার জন্য জায়েয হবে না। -যাদুল মাআদ, মুআসসাসাতুর রিসালাহ: ৪/৩৩৭, তাকমিলাতু ফাতহিল মুলহিম, দারুল কলম: ৪/৮৮, সহীহ বোখারীর টীকা, সাহারানপুরী রহ: ১/৫৩০, তুহফাতুল আহওয়াযি, দারুল কুতুবিল ইলমিয়্যাহ, ৫/৩৬১

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

২৪-১১-২৪৪১ হি

১৬-০৭-২০২০ ইং

আরো পড়ূন
সাধারণ অবস্থায় মাথা মুণ্ডানো কি বিদআত?

পাকা চুল বা দাড়ি উঠিয়ে ফেলার হুকুম কী?

Related Articles

Back to top button