হালাল-হারাম:ফাতওয়া  নং  ৩৩

সরকারী ত্রাণ নেয়া যাবে কি?

সরকারী ত্রাণ নেয়া যাবে কি?

সরকারী ত্রাণ নেয়া যাবে কি?

পিডিএফ ডাউনলোড করুন

প্রশ্ন:

বর্তমানে তাগূত সরকারের পক্ষ থেকে যে ত্রাণ দেওয়া হচ্ছে, তা নেওয়া এবং খাওয়া কি জায়েজ হবে? যদি জায়েয হয়, তাহলে কাদের জন্য জায়েজ হবে? এ বিষয়ে বিস্তারিত জানানোর অনুরোধ রইল।

আবু উবায়দা

প্রশ্ন:

বর্তমানে আওয়ামী লীগ সরকার তাদের আওয়ামী লীগের কর্মীদের জন্য আলাদা ভাবে ত্রাণ দিচ্ছে। এই ত্রাণগুলো খাওয়া কি জায়েজ হবে? যদি জায়েজ না হয় তাহলে ত্রাণগুলো কি করা হবে? এ বিষয়ে বিস্তারিত জানানোর অনুরোধ জানাচ্ছি।

রাকিব

উত্তর:

তাগূত সরকারের দেয়া ত্রাণ ধনী-গরীব নির্বিশেষে সকলের জন্য নেয়া এবং খাওয়া জায়েয। কারণ, হারবিদের সম্পদ ধোঁকা ও চুক্তি ভঙ্গ ব্যতীত অন্য যে কোনো পন্থায় হাসিল হয়, সেই সম্পদ মুসলমানের জন্য ভোগ করা জায়েয। তাই এই ত্রাণ খেতে কোনো সমস্যা নেই।

হেদায়া কিতাবে বলা হয়েছে,

مالهم مباح في دارهم فبأي طريق أخذه المسلم أخذ مالا مباحا إذا لم يكن فيه غدر -الهداية 3/ 65

“দারূল হারবে কাফেরদের সম্পদ মুবাহ। মুসলিম যে কোনো পন্থায় তা গ্রহণ করবে, সে হালাল সম্পদই গ্রহণ করবে; যদি তাতে কোন ধোঁকা ও চুক্তিভঙ্গ না থাকে।”-হেদায়া : ৩/৬৫

তবে উক্ত ত্রাণ গ্রহণের বিনিময়ে যদি তাগুতের প্রভাবের বলয়ে আটকা পড়তে হয় কিংবা নিজের আদর্শ বিসর্জন দিতে হয়, তাহলে তা গ্রহণ করা যাবে না।

তাছাড়া বর্তমান করোনা মহামারির সঙ্কটকালে ধনীদের জন্য যেহেতু নিজের সম্পদ থেকেই অভাবিদের সহায়তা করা জরুরি, একারণে তাদের উক্ত ত্রাণ নিজে ভোগ না করে অভাবীদের মাঝে বিলিয়ে দেয়া কাম্য।

فقط. والله تعالى اعلم بالصواب

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

২০ শে শাওয়াল, ১৪৪১ হি.

১৫ ই জুন, ২০২০ ইং

আরো পড়ূন
আমি কি সরকারী ত্রাণ নিতে পারবো অথচ সরকারকে তাগুত মনে করি?

Related Articles

Back to top button