যাকাত-ফিতরা:ফাতওয়া  নং  ২০৬

সাদাকাতুল ফিতর কি জিহাদের ফান্ডে দেয়া যাবে?

সাদাকাতুল ফিতর কি জিহাদের ফান্ডে দেয়া যাবে?


সাদাকাতুল ফিতর কি জিহাদের ফান্ডে দেয়া যাবে?

পিডিএফ ডাউনলোড করুন

ওয়ার্ড ডাউনলোড করুন

প্রশ্নঃ  

সাদাকাতুল ফিতর টাকা কি জিহাদের ফান্ডে দেয়া যাবে?

প্রশ্নকারী: আবদুর রহমান

উত্তরঃ

সাদাকাতুল ফিতর আদায় হওয়ার জন্য তা যাকাত গ্রহণের উপযুক্ত কোনো গরীবকে মালিক বানিয়ে দিতে হয়। সরাসরি জিহাদের কাজে ব্যয় করা যায় না। -রদ্দুল মুহতার ২/২৪৪

তবে জিহাদের ফান্ডে যাকাত ও সাদাকাতুল ফিতর ইত্যাদির আলাদা খাত এবং সেই খাতে খরচের ব্যবস্থাপনা আছে। আপনি টাকা দেয়ার সময় যদি বলে দেন, এটা সাদাকাতুল ফিতর, তাহলে তারা তা সেই খাতেই খরচ করবেন। এতে আপনি সাদাকাতুল ফিতরের পাশাপাশি জিহাদে ব্যয় করার সওয়াবও পাবেন ইনশাআল্লাহ। -সূরা তাওবা: ৬০; মাজমাউল আনহুর: ১/২২২; রদ্দুল মুহতার: ২/৩৩৯

فقط والله تعالي اعلم بالصواب

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

০৮-০৩-১৪৪৩ হি.

১৬-১০-২০২১ ঈ.

আরও পড়ুনঃ কাগুজে নোট দিয়ে যাকাত আদায়ের বিধান

Related Articles

Back to top button