দারুল ইসলাম ও দারুল হারব:ফাতওয়া  নং  ২১১

বাংলাদেশ কি দারুল ইসলাম?

বাংলাদেশ কি দারুল ইসলাম?

বাংলাদেশ কি দারুল ইসলাম?

পিডএফ ডাউনলোড করুন

ওয়ার্ড ডাউনলোড করুন

প্রশ্নঃ

বাংলাদেশ দারুল ইসলাম? না দারুল হরব? দলিলসহ জানালে উপকৃত হবো।

প্রশ্নকারী- আব্দুস সালাম

উত্তরঃ

দারুল হারব ও দারুল ইসলামের ভিত্তি হল, সে দেশে প্রচলিত আইন এবং শাসকের ধর্ম। দারুল ইসলাম এমন ভূখণ্ডকে বলা হয়, যা ইসলামি আইন মোতাবেক পরিচালিত হয় এবং যার শাসক মুসলিম। পক্ষান্তরে দারুল হারব বলা হয় এমন ভূখণ্ডকে, যা মানবরচিত কুফরি আইনে পরিচালিত এবং যার শাসক কাফের বা মুরতাদ।

সুতরাং বাংলাদেশ যে দারুল হারব, তাতে কোনো প্রকার সংশয়ের সুযোগ নেই। কারণ বাংলাদেশ শতভাগ মানবরচিত কুফরি আইনে পরিচালিত এবং বাংলাদেশের শাসক মুরতাদ।

উল্লেখ্য, কোনো ভূখণ্ড দারুল হারব হওয়ার অর্থ এই নয় যে, মুসলিম অমুসলিম নির্বিশেষে সে ভূখণ্ডের সকলের জান-মাল হালাল। মুসলিম যেখানেই থাকুক তার জান-মাল নিরাপদ ও সংরক্ষিত। সুস্পষ্ট কোনো শরয়ী কারণ ছাড়া তার জান মালের ওপর হস্তক্ষেপ করার কোনো সুযোগ শরীয়তে নেই। এবিষয়ে বিস্তারিত ও প্রামাণ্য একটি ফতোয়ার কাজ চলছে। দোয়া চাই, আল্লাহ যেন ইখলাস, ইতকান, ইহতিসাব ও ইসহানের সঙ্গে দ্রুত তা পূর্ণ করার তাওফীক দান করেন।

এবিষয়ে আরেকটি সংক্ষিপ্ত ফতোয়া দেখতে পারেন, যা ‘বর্তমানে বাংলাদেশ কি দারুল হরব? না, দারুল ইসলাম?’- শিরোনামে সাইটের ১৭১ নং ফতোয়া হিসেবে প্রকাশিত হয়েছে।

 

فقط، والله تعالى أعلم بالصواب

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

০৩-০৪-১৪৪৩ হি.

০৯-১১-২০২১ ঈ.

আরও পড়ুনঃ বর্তমান তাগুতি আদালতে বিচার চাওয়া যাবে কি?

Related Articles

Back to top button