সালাতফাতওয়া  নং  ৪৯৬

জামাতের নামাযে পেছনের কাতারে একা দাঁড়ানোর হুকুম

জামাতের নামাযে পেছনের কাতারে একা দাঁড়ানোর হুকুম

প্রশ্ন:

জামাতের নামাযে পেছনের কাতারে একা দাঁড়ানোর হুকুম কী?

-আবদুল হাদী

উত্তর:

হাদীসে কাতার পূর্ণ করার প্রতি অনেক গুরুত্বারোপ করা হয়েছে। জাবের বিন সামুরাহ রাযিয়াল্লাহু আনহু বলেন,

خرج علينا رسول الله صلى الله عليه وسلم … فقال: ألا تصفون كما تصف الملائكة عند ربها؟ فقلنا يا رسول الله، وكيف تصف الملائكة عند ربها؟ قال: يتمون الصفوف الأول ويتراصون في الصف. -صحيح مسلم (1/ 322 رقم: 430 ط. دار إحياء التراث العربي)

 “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট বের হয়ে বললেন, তোমরা কি সেভাবে কাতার করবে না, যেভাবে ফেরেশতারা তাঁদের প্রভুর নিকট কাতার করেন? আমরা বললাম, ইয়া রাসূলাল্লাহ! ফেরেশতারা কীভাবে কাতার করেন? নবীজী বললেন, তাঁরা সামনের কাতারগুলো আগে পূর্ণ করেন এবং কাতারে মিলে মিলে দাঁড়ান।” -সহীহ মুসলিম: ১/৩২২, হাদীস: ৪৩০ (দারু ইহয়ায়িত তুরাস)

অপর হাদীসে এসেছে,

عن عبد الله بن عمر: أن رسول الله صلى الله عليه وسلم قال: أقيموا الصفوف، وحاذوا بين المناكب، وسدوا الخلل، ولا تذروا فرجات للشيطان، ومن وصل صفا وصله الله، ومن قطع صفا قطعه الله. -رواه أبو داود (2/ 8 رقم: 666 ط. دار الرسالة العالمية)

وقال الإمام النووي في “خلاصة الأحكام” (2/ 707) “إسناده صحيح.”

وقال العلامة ظفر أحمد العثماني في “إعلاء السنن”  (3/ 1437 ط. دار الفكر) “وقطعه بمعنى القيام في صف خلف صفٍ فيه فرجة: مكروه، … وعلل الشامي کراهـــته بأن فيه تركا لإكمال الصفوف ثم قال: هل الكراهـــة فيه تنزيهية أو تحريمية ؟ يرشد إلى الثاني قوله: ومن قطعه قطعه الله، اهـــ.

“আব্দুল্লাহ বিন উমর রাযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কাতারগুলো সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, শূন্যস্থান পূর্ণ করো, শয়তানের জন্য ফাঁকা রেখো না। যে কাতার মিলিয়ে দাঁড়াবে, আল্লাহ তাকে (নিজ রহমতের সাথে) মিলিয়ে নিবেন। আর যে কাতার ছিন্ন করবে, আল্লাহ তাকে (নিজ রহমত হতে) ছিন্ন করে দিবেন।” -সুনানে আবু দাউদ: ২/৮ হাদীস: ৬৬৬ (দারুল রিসালাতিল আলামিয়্যাহ)

এজাতীয় হাদীসসমূহের ভিত্তিতে ফুকাহায়ে কেরাম বলেছেন, সামনের কাতারে ফাঁকা রেখে, পেছনের কাতারে একা দাঁড়ানো মাকরূহে তাহরীমী। তবে সামনের কাতারে জায়গা খালি না থাকলে পেছনের কাতারে একা দাঁড়াতে পারবে। এক্ষেত্রে যত্রতত্র না দাঁড়িয়ে ইমামের বরাবর দাঁড়াবে। -বাদায়েউস সানায়ে: ১/২১৮ (দারুল কুতুবিল ইলমিয়্যাহ) ফাতাওয়া বাযযাযিয়া: ১/২৭ (যাকারিয়া বুক ডিপো); আল-বাহরুর রায়েক: ১/৩৭৪; (দারুল কিতাবিল ইসলামী); আল-ফাতাওয়াল হিন্দিয়াঃ ১/১০৭; (দারুল ফিকর) রদ্দুল মুহতারঃ ১/৫৬৮, ৫৭০, ৬৪৭; (দারুল ফিকর); আল-আরফুশ শাযী: ১/২৩৯ (দারুত তুরাস); ইলাউস সুনান: ৩/১৪৩৭ (দারুল ফিকর)

والله تعالى أعلم

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

২৩-০২-১৪৪৬ হি.

২৯-০৮-২০২৪ ঈ.

Related Articles

Back to top button