যাকাত-ফিতরা:ফাতওয়া  নং  ১৯১

এক খাতের সাদাকার অর্থ কি অন্য খাতে ব্যয় করা যাবে?

এক খাতের সাদাকার অর্থ কি অন্য খাতে ব্যয় করা যাবে?

এক খাতের সাদাকার অর্থ কি অন্য খাতে ব্যয় করা যাবে?

পিডিএফ ডাউনলোড করুন
ওয়ার্ড ডাউনলোড করুন

প্রশ্ন:

এক খাতের সাদাকার অর্থ কি অন্য খাতে ব্যয় করা জায়েয আছে? যেমন, মসজিদ বা মাদ্রাসা ফান্ডের টাকা জিহাদে ব্যয় করা।

প্রশ্নকারী-তানভির

 

উত্তর:

بسم الله الرحمن الرحيم

এক খাতের সাদাকার অর্থ অন্য খাতে ব্যয় করা জায়েয নেই। যে খাতে দান করা হয়েছে, সে খাতেই ব্যয় করতে হবে। সুতরাং মসজিদ-মাদরাসার টাকা জিহাদে ব্যয় করা জায়েয হবে না। এ বিষয়ে আরও জানার জন্য সাইটে প্রকাশিত ১৪৪ ও ১৬৪ নং ফাতওয়া দু’টি দেখুন। লিংক:

 

ফাতওয়া নং ১৪৪- দ্বীনের যে কোনো কাজে ব্যয় করার উদ্দেশ্যে প্রদত্ত সাদাকা কি জিহাদের কাজে ব্যয় করা যাবে?

ফাতওয়া নং ১৬৪- যে কোনো দ্বীনী কাজের কথা বলে কি জিহাদের জন্য সদকা সংগ্রহ করা যাবে?

 

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

০২-০২-১৪৪৩ হি.

১০-০৯-২০২১ ইং

Related Articles

Back to top button