সুদ-ঘুষফাতওয়া  নং  ৯৫

ব্যাংক কর্মকর্তার দেওয়া কোনো কিছু গ্রহণ করা কি বৈধ হবে?

ব্যাংক কর্মকর্তার দেওয়া কোনো কিছু গ্রহণ করা কি বৈধ হবে?

প্রশ্ন:

আমি এক বাসায় টিউশনি করি। ছাত্রের বাবা ব্যাংক কর্মকর্তা। আমি ছাত্রের কাছে তার বাবার উপার্জনের আর কোনো উৎস আছে কি না জিজ্ঞেস করেছি, সে জানিয়েছে, আর কোনো উৎস নেই। এখন আমার প্রশ্ন হলো, তাদের বাসায় আমার সামনে নাস্তা নিয়ে এলে আমার কি করা উচিৎ?

প্রশ্নকারী- আব্দুর রহমান

উত্তর:

ওই ব্যক্তির উপার্জন যেহেতু হারাম, তাই তার ঘরে কিছু খাওয়া জায়েয হবে না। এবং তার সন্তানকে পড়িয়ে হারাম উপার্জন থেকে বেতন গ্রহণ করাও জায়েয হবে না। -আলমুহীতুল বুরহানী ৮/৬৩, ইমদাদুল ফাতাওয়া: ৩/৩৭৭/প্রশ্ন: ৩৪৩, আহকামুল মালিল হারাম: ২৩৩-২৩৪

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি

০৭-০১-১৪৪২ হি.

২৭-০৮-২০২০ ইং

Related Articles

Back to top button