মান্নত, কসম, কাফফারাফাতওয়া  নং  ২২৮

কসমের কাফফারা কীভাবে দেব?

কসমের কাফফারা কীভাবে দেব?

কসমের কাফফারা কীভাবে দেব?, fatwaa

পিডিএফ ডাউনলোড করুন

ওয়ার্ড ডাউনলোড করুন

প্রশ্ন:

আমি একবার একটি বিষয়ে আল্লাহর নামে এই বলে কসম করি যে, আমি আর কখনও তা করব না। কিন্তু পরে তা রক্ষা করতে পারিনি। কাজটি করে ফেলি। এখন কি আমাকে কাফফারা দিতে হবে? দিতে হলে কীভাবে দিতে হবে?

 

উত্তর:

بسم الله الرحمن الرحيم

حامدا ومصليا و مسلما

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনাকে কসম ভঙ্গ করার কারণে কাফফারা দিতে হবে। কাফফারা আদায়ের জন্য নিম্নোক্ত তিনটি কাজের যেকোন একটি করতে হবে।

১. যাকাত গ্রহণের উপযুক্ত দশজন গরিব-মিসকীনকে পরিতৃপ্ত করে দুই বেলা অন্তত মধ্যম মানের খাবার খাওয়াতে হবে কিংবা প্রত্যেককে একটি সাদাকাতুল ফিতর পরিমাণ অর্থ দিতে হবে।

উল্লেখ্য, দশজনের পরিবর্তে একজন মিসকীনকে দশ দিন দুই বেলা করে খানা খাওয়ালেও হবে।

২. অথবা দশজন মিসকীনকে এক জোড়া করে পরিধেয় পোশাক দিতে হবে।

৩. অথবা একটি গোলাম আজাদ করতে হবে।

উল্লেখিত বিষয়গুলোর কোনটিরই সামর্থ্য না থাকলে লাগাতার তিনটি সিয়াম রাখতে হবে। কোন একটির সামর্থ্য থাকা অবস্থায় সিয়াম রাখলে কাফফারা আদায় হবে না। (সূরা মায়িদাহ: ৮৯ ; আল-হিদায়াহ: ২/৩১৯-৩২০; রদ্দুল মুহতার: ৩/৭২৫-৭২৭)

فقط، والله تعالي أعلم بالصواب

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আল-মাহদি (উফিয়া আনহু)

০৩-০৬-১৪৪৩ হি.

০৭-০১-২০২২ ঈ.

আরও পড়ুনঃ কাফফারা এর টাকা কি জিহাদের ফাণ্ডে দান করা যাবে?

Related Articles

Back to top button