সালাতফাতওয়া  নং  ৪৭৮

ইমাম সাহেব কোথায় দাঁড়াবেন?

ইমাম সাহেব কোথায় দাঁড়াবেন?

ইমাম সাহেব কোথায় দাঁড়াবেন?

পিডিএফ ডাউনলোড করুন
ওয়ার্ড ডাউনলোড করুন

প্রশ্ন: মসজিদে ইমাম সাহেব কোথায় দাঁড়াবেন? মেহরাবের ভেতরে? না, বাইরে?

-আবদুল মুমিন

 

উত্তর:

بسم الله الرحمن الرحيم

الحمد لله و كفى وسلام على عباده الذين اصطفى أما بعد:

স্বাভাবিক অবস্থায় ইমামের জন্য মেহরাবের ভেতরে প্রবেশ করে দাঁড়ানো মাকরূহ। সুতরাং ইমাম সাহেব মেহরাবের বাইরে দাঁড়াবেন। এ ক্ষেত্রে উভয় পা মেহরাবের বাইরে থাকাই যথেষ্ট। রুকু সেজদার সময় শরীর মেহরাবের ভেতরে গেলে সমস্যা নেই।

আর জায়গা স্বল্পতা বা এমন অন্য কোনো প্রয়োজনে পুরোপুরি ভেতরে দাঁড়াতে কোনো অসুবিধা নেই। -মাজমাউয যাওয়াইদ (দারুল ফিকর): ২/১২৩; রদ্দুল মুহতার (এইচ এম সাঈদ): ১/৬৪৫; ফাতাওয়া হিন্দিয়া (দারুল ফিকর) ১/১৬৭)

والله تعالى أعلم بالصواب

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

০১-০১-১৪৪৫ হি.

০৮-০৭-২০২৪ ঈ.

Related Articles

Back to top button