বিবিধফাতওয়া  নং  ৫৮৯

হায়েয অবস্থায় স্ত্রী থেকে কতটুকু উপকৃত হওয়া বৈধ?

প্রশ্ন: হায়েয অবস্থায় স্ত্রীর হাত কিংবা শরীরের ঘর্ষণ দ্বারা কি যৌন চাহিদা পূরণ করা জায়েয?

-আব্দুল্লাহ

উত্তর:

بسم الله الرحمن الرحيم
الحمد لله وسلام على عباده الذين اصطفى، أما بعد

হাঁ, প্রয়োজন হলে হায়েয অবস্থায় স্ত্রীর নাভী থেকে হাঁটু পর্যন্ত বাদ দিয়ে অন্য কোনো অংশ দ্বারা যৌন চাহিদা পূরণ করা জায়েয। আর কাপড়ের উপর দিয়ে নাভি থেকে হাঁটু পর্যন্ত অংশ দ্বারাও উপকৃত হওয়া জায়েয। -সুনানে আবু দাউদ, হাদীস: ২১২, ২১৩; রদ্দুল মুহতার: ২/৩৯৯

فقط، والله تعالى أعلم بالصواب

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)
০৭-০১-১৪৪৭ হি.
০৩-০৭-২০২৫ ঈ.

Related Articles

Back to top button