উশর-খারাজফাতওয়া  নং  ৫২৫

বাংলাদেশের জমি কি উশরি? না, খারাজি?

পিডিএফ ডাউনলোড করুন
ওয়ার্ড ডাউনলোড করুন

প্রশ্ন:

ভারত উপমহাদেশের জমি বিশেষ করে বাংলাদেশের জমি কি উশরি? না, খারাজি? না, এ দুটোর কোনোটাই না? বিষয়টি কুরআন-সুন্নাহের আলোকে সবিস্তারে জানানোর অনুরোধ জানাচ্ছি।

-আবু ইয়াহইয়া

 

উত্তর: বাংলাদেশসহ ভারত উপমহাদেশের যে সকল জমি যুগ যুগ ধরে মুসলিমদের মালিকানায় চলে আসছে এবং মাঝে তা কাফেরের মালিকানায় থাকার কোনো প্রমাণ নেই, তা উশরি জমি বলেই বিবেচিত হবে এবং তাতে উশরই ওয়াজিব হবে। সে হিসেবে বাংলাদেশ ও পাকিস্তানের অধিকাংশ ভূমিই উশরি। হ্যাঁ, যেসব জমি বর্তমানে কাফেরদের মালিকানায় রয়েছে কিংবা বর্তমানে মুসলিমদের মালিকানায় থাকলেও পূর্বে তা কাফেরদের মালিকানায় থাকা প্রমাণিত, সেসব জমি খারাজি জমি বলে গণ্য হবে।

পক্ষান্তরে দারুল হারব হওয়ার কারণে ভারত উপমহাদেশের জমি উশরি না এবং খারাজীও না, তাই তাতে উশর-খারাজ কোনোটিই ওয়াজিব হবে না—এই মতটি সঠিক নয়।-কারারাত ও তাওসিয়াতু মাজমায়িল ফিকহিল ইসলামী, আল-হিন্দ, সিদ্ধান্ত নং: ২৯ পৃ: ৭০ (প্রকাশক, মাজমাউল ফিকহিল ইসলামী, নয়া দিল্লী)

এ বিষয়ে বিস্তারিত জানতে দেখুন,

উশর: একটি বিস্মৃত ফরয জরুরি মাসায়েল

 

فقط، والله تعالى أعلم بالصواب.

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

২৫-০৫-১৪৪৬ হি.

২৮-১১-২০২৪ ঈ.

Back to top button