যাকাত-সাদাকাফাতওয়া  নং  ৪৯৪

গবাদি পশুর যাকাত আদায়ের পদ্ধতি

প্রশ্ন: গবাদি পশুর কি যাকাত ‍দিতে হয়? দিতে হলে কীভাবে দিতে হয়?

-উসামা

উত্তর:

بسم الله الرحمن الرحيم

الحمد لله، الصلاة والسلام على رسول الله، أما بعد!

হ্যাঁ, গবাদি পশুরও যাকাত দিতে হয়। গবাদি পশুর যাকাতের সংক্ষিপ্ত বিবরণ নিম্নরূপ:

এক. গোশত খাওয়া কিংবা হালচাষ ও বাহন ইত্যাদির মতো প্রয়োজনে ব্যবহারের জন্য পালিত পশুর যাকাত দিতে হয় না। -আলবাহরুর রায়েক: ২/২২৯; রদ্দুল মুহতার: ২/২৭৬, ২৮২

দুই. পক্ষান্তরে যদি কেনা-বেচার মাধ্যমে ব্যবসা করার উদ্দেশ্যে পশু সংগ্রহ করা হয়, তাহলে ব্যবসাপণ্য হিসেবে এগুলোর মূল্যের উপর যাকাত দিতে হয়। বছর শেষে যাকাতযোগ্য অন্যান্য সম্পদের সাথে সবগুলো পশুর বর্তমান আনুমানিক বাজারমূল্য হিসেব করে চল্লিশ ভাগের এক ভাগ তথা শতকরা ২.৫০% যাকাত দিতে হবে। -আলবাহরুর রায়েক: ২/২২৯

তিন. উপর্যুক্ত দুই উদ্দেশ্য ছাড়া দুধ উৎপাদন, বংশবৃদ্ধি ইত্যাদির মতো কোনো উদ্দেশ্যে পশু প্রতিপালন করলে, সেগুলো যদি ‘সায়েমা’ হয়, অর্থাৎ বছরের অধিকাংশ সময় মাঠে চরিয়ে বিনা মূল্যের খাবার দ্বারা প্রতিপালিত হয়, তাহলে সেগুলোর উপর যাকাত দিতে হবে সংখ্যা হিসেবে। এমন কয়টি ‘সায়েমা’ পশু থাকলে কী পরিমাণ যাকাত দিতে হবে, তার আলোচনা সামনে আসছে।

পক্ষান্তরে এই পশুগুলো যদি ‘আলুফা’ হয়, অর্থাৎ বছরের অর্ধেক কিংবা তার বেশি সময় অর্থ বা শ্রম দিয়ে সংগৃহীত খাবার দ্বারা লালন পালন করতে হয়, তাহলে সেগুলোর যাকাত দিতে হবে না। -তাবয়িনুল হাকায়েক: ১/২৫৯, আলবাহরুর রায়েক: ২/২২৯, রদ্দুল মুহতার: ২/২৭৫

‘সায়েমা’ পশুর মধ্যে গরু-মহিষ, ছাগল-ভেড়া-দুম্বা এবং উট—এই ৬ প্রকার পশুর যাকাত দিতে হয়। ঘোড়ার যাকাতের ক্ষেত্রে আইম্মায়ে কেরামের মতভেদ রয়েছে। এছাড়া অন্য কোনো পশু যেমন গাধা, খচ্চর ইত্যাদির যাকাত দিতে হয় না। -রদ্দুল মুহতার: ২/২৮২

সায়েমা পশু কয়টি থাকলে কি পরিমাণ যাকাত দিতে হয়?

সায়েমা উটের যাকাত: উটের ক্ষেত্রে নেসাব শুরু হয় পাঁচ সংখ্যা থেকে। ৫টি উটের কম থাকলে যাকাত আসে না।

= ৫ থেকে ৯ টি উট থাকলে বছর শেষে এক বছর বয়সী একটি মধ্যম মানের নর বা মাদি ছাগল যাকাত দিতে হবে।

= ১০ থেকে ১৪টি উট থাকলে এমন ২টি ছাগল দিতে হবে।

= ১৫ থেকে ১৯টি উট থাকলে থাকলে ৩টি ছাগল দিতে হবে।

= ২০ থেকে ২৪টি উট থাকলে ৪টি ছাগল দিতে হবে।

২৫ থেকে ভিন্ন হিসাব শুরু।

= ২৫ থেকে ৩৫টি উট থাকলে উটের এক বছর বয়সী একটি মধ্যম মানের মাদি বাচ্চা দিতে হবে।

= ৩৬টি উট থাকলে উটের দুই বছর বয়সী একটি মধ্যম মানের মাদি বাচ্চা দিতে হবে।

এভাবে ৪৬, ৬১, ৭৬ ও ৯১ এ ভিন্ন ভিন্ন হিসাব রয়েছে। যারা যাকাত আদায় করবেন, তারা নির্ভেরযোগ্য আলেমদের থেকে বিস্তারিত জেনে নিবেন। -হিদায়া: ১/৩০২; রদ্দুল মুহতার: ২/২৭৮

সায়েমা গরুমহিষের যাকাত: গরু মহিষের নেসাবের হিসাব এক। এ ক্ষেত্রে নেসাব শুরু হয় ত্রিশ থেকে। ৩০টির কম হলে যাকাত আসে না।

= ৩০ থেকে ৩৯টি থাকলে এক বছর বয়সী একটি মধ্যম মানের নর বা মাদি বাছুর দিতে হয়।

= ৪০ থেকে ৫৯টি থাকলে দুই বছর বয়সী একটি দিতে হবে।

= ৬০টি থাকলে এক বছর বয়সী দুটি দিতে হয়। এভাবে যত সংখ্যা বাড়বে, হিসেব পরিবর্তন হতে থাকবে। যাদের প্রয়োজন, তারা নির্ভরযোগ্য আলেমদের থেকে বাকি বিশ্লেষণ জেনে নিবেন। -হিদায়া: ১/৩০৪; রদ্দুল মুহতার: ২/২৮০

উল্লেখ্য, গরু মহিষ প্রত্যেকটি পৃথকভাবে নেসাব পরিমাণ হোক বা সম্মিলিতভাবে হোক উভয় অবস্থায় যাকাত দিতে হবে।

দুই প্রকার মিলিয়ে নেসাব হওয়ার ক্ষেত্রে গরু-মহিষ যেটির সংখ্যা বেশি হবে সেটি দ্বারা যাকাত আদায় করবে। যেমন গরু ২০টি আর মহিষ ১০টি থাকলে যাকাত হিসেবে গরুর বাছুর দিবে। পক্ষান্তরে মহিষ ২০টি আর গরু ১০টি থাকলে মহিষের বাচ্চা দিয়ে যাকাত আদায় করবে।

গরু-মহিষ উভয়টি যদি সমান সংখ্যায় থাকে (যেমন গরু মহিষ উভয়টি ১৫টি করে মোট ৩০টি), তাহলে যে কোনোটি থেকে দিতে পারবে। তবে গরু-মহিষের মধ্যে যেটির দাম বেশি সেটি থেকে দিতে চাইলে তুলনামূলক কম দামের বাছুর দিলেই হবে। আর যেটির দাম কম সেটি থেকে দিলে তুলনামূলক বেশি দামের বাছুর দিতে হবে।

যেমন গরুর দাম যদি মহিষের তুলনায় বেশি হয়, তাহলে গরুর বাছুর দিতে চাইলে তুলনামূলক কম মূল্যের বাছুর দিলে হবে। মহিষের বাচ্চা দিলে তুলনামূলক বেশি দামের বাচ্চা দিতে হবে। যাতে যেটিই দিক না কেন, সার্বিক বিবেচনায় মধ্যম মানের হয়। -হিদায়া: ১/৩০৪; রদ্দুল মুহতার: ২/২৮০; আহসানুল ফাতাওয়া: ৪/২৮৫

সায়েমা ছাগলভেড়াদুম্বার যাকাত: ছাগল, ভেড়া ও দুম্বার ক্ষেত্রেও যে কোনো এক প্রকার থাকুক বা একাধিক প্রকার থাকুক, সর্বাবস্থায় নেসাবের হিসাব এক। এক্ষেত্রে নেসাব শুরু হয় চল্লিশ থেকে। ৪০টির কম হলে যাকাত দিতে হয় না।

= ৪০ থেকে ১২০টি থাকলে এক বছর বয়সী মধ্যম মানের একটি নর বা মাদি বাচ্চা দিতে হবে।

= ১২১ থেকে ২০০টি থাকলে ২টি দিতে হবে।

= ২০১ থেকে ৩৯৯টি থাকলে ৩টি দিতে হবে

= ৪০০টি থাকলে ৪টি দিতে হবে।

এভাবে হিসেব পরিবর্তন হতে থাকবে। -হিদায়া: ১/৩০৫, রদ্দুল মুহতার: ২/২৮১

ছাগল-ভেড়া-দুম্বা তিনো প্রকার বা যে কোনো দুই প্রকার মিলে নেসাব পরিমাণ হলে, গরু-মহিষের ক্ষেত্রে উল্লেখিত নীতি অনুযায়ী যাকাত দিতে হবে। অর্থাৎ যেটি সংখ্যায় বেশি সেটি থেকে যাকাত দিবে। সমান সমান হলে যে কোনোটি থেকে দিতে পারবে। তবে যে প্রকারটির দাম বেশি সেটি থেকে দিলে তুলনামূলক কম মূল্যের বাচ্চা দিলেই চলবে। আর যে প্রকারটির দাম কম সেটি থেকে দিলে তুলনামূলক বেশি মূল্যের বাচ্চা দিতে হবে। -রদ্দুল মুহতার: ২/২৮১, আহসানুল ফাতাওয়া: ৪/২৮২

فقط، والله تعالى أعلم بالصواب

-আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

২৩-০১-১৪৪৬ হি.

৩০-০৭-২০২৪ ঈ.

Related Articles

Back to top button