অগ্রিম যাকাতের টাকা খরচ করা যায় কি না?
প্রশ্ন: আমি একটি দীনি প্রতিষ্ঠানের দায়িত্বশীল। অনেক সময় এমন হয়, আমাদের যাকাত ফান্ডে কোনো টাকা থাকে না। অন্য ফান্ডে থাকে। তখন এমন করা যাবে কি না যে, আমরা অন্য ফান্ড থেকে কিছু টাকা ধার নিয়ে সেই টাকা যাকাত খাতে ব্যয় করলাম এবং যাকাত ফান্ডে টাকা এলে তা পরিশোধ করে দিলাম? এভাবে যাকাতের টাকা অগ্রিম খরচ করা যাবে কি না এবং এতে যাকাত আদায় হবে কি না?
-আবদুল হাসীব
উত্তর:
بسم الله الرحمن الرحيم
الحمد لله، والصلاة والسلام على رسول الله، أما بعد!
এভাবে যাকাতের অর্থ অগ্রিম খরচ করা যায় না এবং করলেও তা যাকাত ফান্ডের ঋণ বলে গণ্য হবে না। তাই পরবর্তীতে যাকাতের অর্থ আসলে তা দিয়ে এই ঋণ পরিশোধ করা যাবে না, বরং যাকাতের অর্থ তার উপযুক্ত খাতে খরচ করতে হবে। -ফাতাওয়া হিন্দিয়া: ১/১৯১
যাকাত গ্রহণের উপযুক্ত ব্যক্তিরা যদি অর্থের মুখাপেক্ষী হন, আর যাকাত ফান্ডে অর্থ না থাকে, তখন বিত্তবানদের দায়িত্ব সাধারণ ফান্ডের অর্থ দিয়ে তাদের সাহায্য করা। তবে সংগঠনের সাধারণ ফান্ডের নির্দিষ্ট কোনো খাতে সংগৃহীত অর্থ (যেমন আসলিহা ইত্যাদি) থেকে খরচ করলে, খরচকৃত অর্থ সাধারণ ফান্ডে ঋণ হিসেবে গণ্য হবে এবং পরবর্তীতে সাধারণ ফান্ডে অর্থ আসলে ঋণ পরিশোধ করে দিতে হবে। -রদ্দুল মুহতার: ২/২৬৯
فقط، والله تعالى أعلم بالصواب
আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)
২৩-০৩-১৪৪৬ হি.
২৭-০৯-২০২৪ ঈ.