সুদ-ঘুষফাতওয়া  নং  ১৫৮

সাদাকা করার নিয়তে কি ঘুষের টাকা নেওয়া যাবে?

সাদাকা করার নিয়তে কি ঘুষের টাকা নেওয়া যাবে?

সাদাকা করার নিয়তে কি ঘুষের টাকা নেওয়া যাবে?

পিডিএফ ডাউলোড করুন

ওয়ার্ড ডাউনলোড করুন

 

প্রশ্ন:

সরকারি চাকরিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ বাবদ অনেক সময় ঘুষের অফার আসে। সাদাকা করার নিয়তে এ টাকা নেওয়া যাবে কি না?

প্রশ্নকারী- ইবরাহীম

 

উত্তর:

ঘুষ নেয়া হারাম। তা অন্যায়ভাবে অন্যের মাল ভক্ষণ করার অন্তর্ভুক্ত। সাদাকার উদ্দেশ্যেও ঘুষ নেয়া জায়েয নয়; যেমন জায়েয নয় সাদাকার উদ্দেশ্যে অন্যের মাল চুরি করা বা ডাকাতি করা।

আল্লাহ তাআলা ইরশাদ করেন,

{يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ} [النساء: 29]

“হে ঈমানদারগণ! তোমরা অন্যায়ভাবে একে অন্যের সম্পদ ভক্ষণ করো না।” -সূরা নিসা (০৪): ২৯

আল্লাহ তাআলা পবিত্র। তিনি পবিত্র সম্পদ ছাড়া সাদাকা কবুল করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন-

إِنَّ اللَّهَ طَيِّبٌ لاَ يَقْبَلُ إِلاَّ طَيِّبًا. صحيح مسلم : 2393

“আল্লাহ তাআলা পবিত্র। তিনি পবিত্র বৈ কিছু কবুল করেন না।” -সহীহ মুসলিম: ২৩৯৩

অন্য হাদিসে ইরশাদ করেন,

“من جمع مالا حراما، ثم تصدق به، لم يكن له فيه أجر، وكان إصره عليه”. أخرجه ابن حبان، وقال الشيخ شعيب: إسناده حسن … وأخرجه الحاكم … وصححه، ووافقه الذهبي.

“যে ব্যক্তি হারাম সম্পদ উপার্জন করে তা সাদাকা করল, তাতে তার কোনো সওয়াব হবে না; বরং এর গুনাহ তার উপরই বর্তাবে।” -সহীহ ইবনে হিব্বান ৩২১৬

فقط، والله تعالى أعلم بالصواب

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

২১-০৭-১৪৪২ হি.

০৬-০৩-২০২১ ইং

আরও পড়ুন

তওবার পর ঘুষের টাকার ব্যাপারে করণীয় কী?

Related Articles

Back to top button