সুদ-ঘুষফাতওয়া  নং  ১৭৫

কোথায় সুদের টাকা সদকা করা উত্তম?

কোথায় সুদের টাকা সদকা করা উত্তম?

সুদের টাকা কোথায় সদকা করা উত্তম?

পিডিএফ ডাউনলোড করুন
ওয়ার্ড ডাউনলোড করুন

 

প্রশ্ন:

এক ভাই ব্যাংকে কিছু টাকা জমা রেখেছেন। সেই টাকার মুনাফাও আসে। এখন প্রশ্ন হল, সেই মুনাফা কোথায় সদকা করা উত্তম? তা কি জিহাদের ফান্ডে জমা দেয়া যাবে?

প্রশ্নকারী- মাহমুদ

 

উত্তর:

ব্যাংকে জমাকৃত টাকার মুনাফা বা সুদ সওয়াবের নিয়ত ছাড়া শুধু দায়মুক্তির উদ্দেশ্য গরিবদের মাঝে সাদাকা করে দিতে হবে বা জনকল্যাণমূলক কোনো কাজে ব্যয় করতে হবে। জিহাদের খাতেও ব্যয় করা যাবে এবং ইবনে তাইমিয়া রহ. (৭২৮ হি.) বলেছেন, এটাই উত্তম। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য সাইটে প্রকাশিত ৯৮ নং ফতোয়াটি দেখুন- [টিভি বা এ জাতীয় পণ্যের বিক্রয়লব্ধ অর্থের ব্যাপারে করণীয় কী?] লিংক:  টিভি বা এ জাতীয় পণ্যের বিক্রয়লব্ধ অর্থের ব্যাপারে করণীয় কী?

উল্লেখ্য ব্যাংক যেহেতু সুদি প্রতিষ্ঠান, তাই একান্ত বাধ্য না হলে তাতে টাকা জমা রাখাও শরিয়তে জায়েয নয়। কারণ, এতে সুদি প্রতিষ্ঠানের সহযোগিতা হয়। এ বিষয়ে আপনি সাইটে প্রকাশিত ৭৪ নং ফতোয়াটি দেখে নিতে পারেন। [প্রভিডেন্ট ফান্ডে জমাকৃত অর্থের যাকাত কীভাবে দেবো?] লিংক: প্রভিডেন্ট ফান্ডে জমাকৃত অর্থের যাকাত কীভাবে দেবো?

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

১০-১০-১৪৪২ হি.

২৩-০৫-২০২১ ইং

Related Articles

Back to top button