হালাল-হারাম:ফাতওয়া  নং  ২২৬

পানি পান করার সময় পানি গোঁফ স্পর্শ করলে তার হুকুম কী?

পানি পান করার সময় পানি গোঁফ স্পর্শ করলে তার হুকুম কী?

পানি পান করার সময় পানি গোঁফ স্পর্শ করলে তার হুকুম কী?

পিডিএফ ডাউনলোড করুন

ওয়ার্ড ডাউনলোড করুন

প্রশ্নঃ

পানি পান করার সময় পানি যদি গোঁফ স্পর্শ করে তাহলে তা কি হারাম হবে?

প্রশ্নকারী- হামীদ

 

উত্তরঃ

না, পানি পান করার সময় পানি গোঁফ স্পর্শ করলে হারাম হয় না। এ সম্পর্কে যে জনশ্রুতি আছে, তা ভিত্তিহীন। তবে এত বড় গোঁফ রাখা সুস্থ রুচি ও সুন্নাহ পরিপন্থি। সুন্নাহ সম্মত পদ্ধতিতে গোঁফ কাটলে পানি পান করার সময় তা গোঁফ স্পর্শ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-

انهكوا الشوارب وأعفوا اللحى -صحيح البخاري: 5554

“গোঁফ একেবারে ছোট কর, দাড়ি লম্বা রাখ।” (সহীহ বুখারী: ৫৫৫৪)

فقط، والله تعالى أعلم بالصواب

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

০৩-০৬-১৪৪৩ হি.

০৭-০১-২০২২ ঈ.

আরও পড়ুনঃ ইউটিউব থেকে অর্থ উপার্জন করার হুকুম?

Related Articles

Back to top button