হালাল-হারাম:ফাতওয়া  নং  ৫৪৮

মেয়েদের মাথার চুল কাটার বিধান

পিডিএফ ডাউনলোড করুন
ওয়ার্ড ডাউনলোড করুন

প্রশ্ন:

মেয়েদের মাথার চুল কাটার বিধান কী? মেয়েরা কি ছেলেদের মতো ছোট করে চুল রাখতে পারবে?

-আবদুল আজিজ

 

উত্তর:

মেয়েদের চুলের ক্ষেত্রে শরীয়তের মৌলিক নীতিমালা হলো:

এক. মেয়েরা চুল লম্বা রাখবে। এটা তাদের সৌন্দর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে নিকট অতীত পর্যন্ত নারীরা চুল লম্বাই রাখতো। এরপর মূলত পশ্চিমা নারীদের অনুসরণে কিছু মুসলিম নারীও চুল খাটো করা শুরু করেছে। -ইমদাদুল ফাতাওয়া: ৯/৩১৯ (যাকারিয়া বুক ডিপো); আযওয়াউল বয়ান: ৫/১৮৯ (দারুল ফিকর)

দুই. চুল খুব বেশি বড় হয়ে গেলে প্রয়োজনে কিছুটা ছোট করতে পারবে, কিন্তু এত ছোট করা যাবে না, যাতে পুরুষের সদৃশ হয়। ইবনে আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা বলেন,

لعن رسول الله صلى الله عليه وسلم المتشبهين من الرجال بالنساء، والمتشبهات من النساء بالرجال. -صحيح البخاري (7/ 159  رقم: 5885 ط. دار طوق النجاة)

“রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐসব পুরুষকে লানত করেছেন, যারা নারীর সাদৃশ্য অবলম্বন করে এবং ঐসব নারীকেও (লানত করেছেন), যারা পুরুষের সাদৃশ্য অবলম্বন করে।” -সহীহ বুখারী: ৫৮৮৫

তিন. প্রয়োজনে কিছুটা ছোট করার ক্ষেত্রেও বিজাতিদের অনুকরণ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

من تشبه بقوم فهو منهم. –رواه أبو داود (4031) وقال ابن تيمية في “اقتضاء الصراط المستقيم” (1/ 269 ط. دار عالم الكتب) : “وهذا إسناد جيد.” وقال العراقي في “تخريج أحاديث الإحياء” (ص: 318 ط. دار ابن حزم) : سند صحيح.

“যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে।” -সুনানে আবু দাউদ: ৫১৪২

অতএব যে মেয়ের চুল এত লম্বা যে, কিছু অংশ কাটলে পুরুষের চুলের সদৃশ হবে না, তার জন্য ঐ পরিমাণ কাটা জায়েয হবে। -সহীহ মুসলিম: ১/২৫৬ হাদীস: ৩২০ (দারু ইহয়ায়িত তুরাস); শরহু মুসলিম: ৪/৫ (দারু ইহয়ায়িত তুরাস), ফাতহুল মুলহিম: ৩/১১৬ (দারু ইহয়ায়িত তুরাস); আল-উকুফ ওয়াত তারাজ্জুল, পৃ: ১৫৫ (দারুল ফালাহ); আল-ফুরু: ১/১৫৫ (আর-রিসালাহ); হাশিয়াতুত তহতাভী আলাদ দুর: ১/১৯৬ (দারুল কুতুবিল ইলমিয়্যাহ); ইমদাদুল আহকাম: ৪/৩৫৪ (মাকতাবায়ে দারুল উলুম করাচি); ফাতাওয়া রহিমিয়্যাহ: ১০/১২০ (দারুল ইশাআত, করাচি)

পক্ষান্তরে যার চুল তত লম্বা নয়; বরং অল্প কাটলেই কাঁধ সমান হয়ে যাবে এবং পুরুষের বাবরী চুলের মতো দেখা যাবে, তার জন্য অল্প করেও কাটার অনুমতি নেই। -খুলাসাতুল ফাতাওয়া: ২/৫২ (মাকতাবায়ে রশিদিয়্যাহ); আল-মুলতাকাত, পৃ: ১০২ (দারুল কুতুবিল ইলমিয়্যাহ); আল-ফাতাওয়াল বাযযাযিয়্যাহ: ১/১৩৮ (দারুল কুতুবিল ইলমিয়্যাহ); নেসাবুল ইহতিসাব, পৃ: ১৪২ (মাকতাবায়ে শামেলাহ); রদ্দুল মুহতার: ৬/৪০৭ (দারুল ফিকর); ইমদাদুল ফাতাওয়া: ৯/৩২১ (যাকারিয়া বুক ডিপো)

তবে অসুস্থতার কারণে চিকিৎসার প্রয়োজনে চুল ছোট করা, এমনকি জরুরতবশত চুল মুণ্ডানোরও অনুমতি রয়েছে। কিন্তু সর্বাবস্থায় বিজাতীয় ফ্যাশনের অনুকরণ করা থেকে বিরত থাকা জরুরি। -সহীহ ইবনে হিব্বান: ৪১৩৮ (আর-রিসালাহ); আল-হাভীল কুদসী: ২/৩২৩ (দারুন নাওয়াদির); খিযানাতুল আকমাল: ৩/৪৮৪ (দারুল কুতুবিল ইলমিয়্যাহ); আল-ফাতাওয়াল ওয়ালওয়ালিজিয়্যাহ: ২/৩৪৯ (দারুল কুতুবিল ইলমিয়্যাহ); আল-ফাতাওয়াল হিন্দিয়া: ৫/৩৫৩ (দারুল ফিকর)

فقط، والله تعالى أعلم بالصواب

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

২৫-১০-১৪৪৬ হি.

২৪-০৪-২০২৫ ইং

আরও পড়ুনঃ স্বামীর সেবা করা কি স্ত্রীর উপর ওয়াজিব?

Related Articles

Back to top button