বৃদ্ধ মা-বাবার দেখাশুনা করব? না, হিজরত করব?
বৃদ্ধ মা-বাবার দেখাশুনা করব? না, হিজরত করব?
বৃদ্ধ মা-বাবার দেখাশুনা করব? না, হিজরত করব?
প্রশ্ন-১
আমার বাবা-মা বেশ অসহায়। তাঁদের দেখা-শুনা করার মতো কোনো ভাইও আমার নেই। এদিকে জিহাদের জন্যও বের হতে ইচ্ছে করছে। এখন আমি কী করতে পারি? বাবা-মার দেখা-শুনার করার জন্য বাড়িতে থাকব? না, জিহাদের উদ্দেশ্যে অন্যত্র হিজরত করব?
-মুহাম্মদ মাহবুব
প্রশ্ন-২
আমার বাবা-মা দুজনই বৃদ্ধ ও অসুস্থ। আমার কোনো ভাই নেই। এক বোন আছে, যার বিয়ে হয়ে গেছে। এদিকে বাবার কোটি টাকার উপরে সম্পত্তি আছে, যা দেখা-শুনার করার কেউ নেই। এখন আমার জানার বিষয় হলো, আমি কি তাঁদের সেবায় নিয়োজিত থাকব? না, জিহাদ ও ইদাদের উদ্দেশ্য অন্য কোথাও হিজরত করব?
-ফুয়াদ
উত্তর:
জিহাদ যেমন ফরয, পিতা-মাতা অক্ষম হলে তাদের খেদমত ও ভরণ পোষণের ব্যবস্থা করাও ফরয। যতক্ষণ এ দুই ফরযের মাঝে সমন্বয় করা সম্ভব, ততক্ষণ কোনোটিই বাদ দেওয়া যাবে না। জানা কথা, আমাদের ভূমিতে আলহামদুলিল্লাহ এখন জিহাদের জন্য ইদাদ চলছে। অতএব আপনি ইদাদে শরীক হওয়ার পাশাপাশি পিতা-মাতার সেবা করতে থাকুন।
আরও দেখুন:
ফতোয়া নং ১১৫: বৃদ্ধ মা-বাবা ও স্ত্রী-সন্তান রেখে অন্যত্র হিজরত করার কী হুকুম?
ফতোয়া নং ৮৫: বর্তমান পরিস্থিতিতে পিতা-মাতার খেদমত করব, না জিহাদ করব?
فقط، والله تعالى أعلم بالصواب
আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)
১৩-০৯-১৪৪৫ হি.
২৪-০৩-২০২৪ ঈ.