জুমআর দিন জোহর পড়লে কি সুন্নত পড়তে হবে?
প্রশ্ন:
যারা কোনো ওযরের কারণে জুমআর দিন জোহর পড়েন তারা কি জোহরের আগে-পরের সুন্নত পড়বেন?
সেদিনের জোহরের নামায কি জামাতের সাথে পড়া যাবে? জোহরের নামাযটা কখন পড়া হবে? জুমআর জামাত শেষ হওয়ার পর? না, আগেও পড়া যাবে?
-আবদুল হামীদ
উত্তর:
بسم الله الرحمن الرحيم
الحمد لله، والصلاة والسلام على رسول الله، أما بعد:
হ্যাঁ, যারা জুমআর দিন জোহর পড়বেন, তারা জোহরের আগে-পরের সুন্নতও পড়বেন।
জুমআর দিন জোহরের নামায জামাতে পড়া নাজায়েয। তাই জামাতে পড়া যাবে না। আযান ইকামত ছাড়া একা একা পড়বেন।
আর এ নামায জুমআর জামাত শেষ হওয়ার পর পড়া মুস্তাহাব। আগে পড়লেও সহীহ হবে, তবে তা অনুত্তম। -মাবসুত, মুহাম্মাদ, কাতার: ১/৩১৪; মাবসুত, সারাখসি, দারুল মারিফাহ, বাইরুত: ২/৩৬; আদ্দুররুল মুখতার, দারুল ফিকর: ২/১৫৭; রদ্দুল মুহতার, দারুল ফিকর: ২/১৫৭
فقط. والله تعالى أعلم بالصواب
আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)
০২-১১-১৪৪৫ হি.
১০-০৫-২০২৪ ঈ.
আরও পড়ুনঃ বর্তমান সময়ে বাড়িতে জুমআ সহিহ হবে কি?