পিডিএফ ডাউনলোড করুন
প্রশ্ন: সিগারেট কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি পদে চাকরি করার হুকুম কী? এবং এ চাকরির মাধ্যমে উপার্জিত অর্থ কি হালাল, না হারাম?
-মুহাম্মাদ আমজাদ হোসাইন
উত্তর:
بسم الله الرحمن الرحيم
حامدا ومصليا ومسلما
সিগারেট খাওয়া নাজায়েয। কারণ তা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। পাশাপাশি এতে অর্থের অপচয়ও রয়েছে। -আদদুরুল মুখতার: ৬/৪৬১, ফাতাওয়া লাজনাতুদ দায়েমা: ২২/১৮৭
নাজায়েয বস্তু নিজে খাওয়া যেমন নাজায়েয, অন্যকে তা খাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করাও না জায়েয। আল্লাহ তাআলা বলেন,
وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ. -المائدة: 2
“তোমরা গুনাহ ও জুলুমের কাজে একে অন্যের সহযোগিতা করবে না।” –সূরা মায়িদা ০৫: ০২
তাই সিগারেট কোম্পনির বিক্রয় প্রতিনিধি পদে চাকরি করা জায়েয নয়। আর এ নাজায়েয কাজের পারিশ্রমিকও হালাল নয়। ইমাম সারাখসী রহিমাহুল্লাহ বলেন,
فلو كان الاكتساب حراما لكان المال الحاصل به حرام التناول؛ لأن ما يتطرق إليه بارتكاب الحرام يكون حراما.اهــــ -المبسوط للسرخسي، ط. دار الكتب العلمية، كتاب الكسب، 30/ 275
“উপার্জনের মাধ্যম যদি হারাম হয়, তাহলে উপার্জিত সম্পদও হারাম হবে। কারণ (মূলনীতি হলো) যে সম্পদ হাসিল করতে হারামে জড়াতে হয়, সে সম্পদও হারাম হয়।” –মাবসুতে সারাখসী: ৩০/২৭৫
আরও দেখুন: মাবসুতে সারাখসী: ১৬/৪৩, আল-মুহিতুল বুরহানী: ৭/৪৮১, রদ্দুল মুহতার: ৬/৩৯২
فقط والله تعالى أعلم بالصواب.
আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)
২৪-০৫-১৪৪৬ হি.
২৭-১১-২০২৪ ঈ.
আরো পড়ুন লিংক: