চোরাই মালামাল কেনাবেচা করার বিধান
প্রশ্ন:
চোরাই মার্কেট থেকে কোনো পণ্য যেমন মোবাইল, ল্যাপটপ ইত্যাদি ক্রয় করার বিধান কী? আমি যদি নিজের হালাল অর্থ দিয়ে কিনি তাহলে কি জায়েয হবে?
-আলী হায়দার মাহমুদ
উত্তর:
চোরাই মার্কেট বলতে যদি এমন মার্কেট উদ্দেশ্য হয়, যেখানে চুরিকৃত পণ্য বেচাকেনা হয়, তাহলে সেখান থেকে কোনো পণ্য কেনা বৈধ নয়। কেননা কোনো পণ্য চোরাই মাল হওয়ার ব্যাপারে প্রবল ধারণা হলে তা ক্রয়-বিক্রয় করা নাজায়েয। ক্রয়-বিক্রয়ের প্রধান শর্ত হলো, পণ্যটি বিক্রেতার মালিকানাধীন বস্তু হওয়া। চোর চুরি করে আনা বস্তুর মালিক হয় না, যার থেকে চুরি করা হয়েছে সে-ই তার মালিক থেকে যায়। তাই চোর তা বিক্রি করতে পারবে না। বিক্রি করলেও ক্রেতা তার মালিক হবে না এবং তার থেকে সেই পণ্য ক্রয় করাও বৈধ হবে না। বরং এতে নাজায়েয ক্রয়-বিক্রয়ের গুনাহের পাশাপাশি চোরকে সহায়তা করার গুনাহও হবে। -মুসান্নাফ ইবনে আবী শাইবা: ১১/৩৩৭ বর্ণনা নং: ২২৪৯৪-২২৪৯৬ (দারুল কিবলাহ); আল-মুহীতুল বুরহানী: ৭/৫৯ (দারুল কুতুবিল ইলমিয়্যাহ); রদ্দুল মুহতার: ৪/১১০, ৫০৫ (দারুল ফিকর); মাজমুউল ফাতাওয়া: ২৯/৩২৩ (মাজমাউল মালিক ফাহাদ); ইমদাদুল আহকাম: ৩/৩৭৪ (মাকতাবাতু দারুল উলুম, করাচী)
আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদীসে এসেছে,
من اشترى سرقة وهو يعلم أنها سرقة فقد شرك في عارها وإثمها. -رواه الإمام اسحاق بن راهويه في مسنده (413) والبيهقي في السنن الكبرى (10826) وقال المنذري في الترغيب والترهيب (2/346) : وفي إسناده احتمال للتحسين، ويشبه أن يكون موقوفا. اهـ
“যে ব্যক্তি জেনেশুনে চোরাই মাল ক্রয় করলো, সে এর অপরাধ ও গুনাহে অংশীদার হলো।” -মুসনাদে ইসহাক বিন রাহাওয়াইহ: ৪১৩; সুনানে কুবরা, বায়হাকী: ২১৯৩৭; আততারগীব ওয়াত তারহীব: ২/৩৪৬
আর যদি চোরাই মার্কেট দ্বারা উদ্দেশ্য হয় এমন মার্কেট, যেখানে ট্যাক্স ফাঁকি দেওয়া পণ্য বিক্রি হয়, তবে সেখান থেকে পণ্য কিনতে সমস্যা নেই। কেননা প্রচলিত ট্যাক্স জুলুম ও অবিচার। তা ফাঁকি দেওয়া শুধু বৈধই নয় বরং সম্ভব হলে তা ওয়াজিব। এ বিষয়ে বিস্তারিত জানতে নিচের ফাতাওয়াগুলো দেখুন,
ফাতওয়া নং ১৩৭:- বর্তমান তাগুত সরকারকে ট্যাক্স দেওয়া কি জায়েজ হবে?
ফাতওয়া: ১৯৫-কাস্টমস ট্যাক্স ফাঁকি দিয়ে অন্য দেশ থেকে স্বর্ণ নিয়ে আসার হুকুম কী?
ফাতওয়া: ১৯৪-ঘুষ দিয়ে সরকারি ট্যাক্সের পরিমাণ কমানো কি বৈধ হবে?
ফাতওয়া: ২৭১-অর্থ মন্ত্রণালয়ের ট্যাক্স বিভাগে চাকরি করার হুকুম কী?
ফাতওয়া: ৩১৩-ট্যাক্স ফাঁকি দিয়ে পণ্য আমদানি করার হুকুম কী?
فقط، والله تعالى أعلم بالصواب
আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি উফিয়া আনহু
১৮-১০-১৪৪৫ হি.
২৮-০৪-২০২৪ ঈ.