নিকাহ-তালাকফাতওয়া  নং  ২৬৫

চ্যাটে বা ম্যাসেজে তালাক দেয়ার হুকুম

চ্যাটে বা ম্যাসেজে তালাক দেয়ার হুকুম কী?

 

চ্যাটে বা ম্যাসেজে তালাক দেয়ার হুকুম, ফাতওয়া

পিডিএফ ডাউনলোড করুন

ওয়ার্ড ডাউনলোড করুন

চ্যাটে বা ম্যাসেজে তালাক দেয়ার হুকুম কী?

 

প্রশ্ন:

স্বামী ‍যদি চ্যাটে বা ইমেইলে ম্যাসেজ করে স্ত্রীকে লিখে পাঠায় ‘আমি তোমাকে তালাক দিলাম’, কিন্তু মুখে কিছু না বলে, তাহলে কি তালাক হয়ে যাবে?

প্রশ্নকারী- আবদুল্লাহ

 

উত্তর:

মুখে না বলে চ্যাটে বা ইমেইলে ম্যাসেজ করলেও তালাক হয়ে যায়। তাই ‘আমি তোমাকে তালাক দিলাম’ লিখে ম্যাসেজ পাঠালে তালাক হয়ে যাবে। -বাদায়িউস সানায়ি: ৪/২৯১-২৯২, খানিয়া: ১/২৮৭

فقط، والله أعلم باصواب

 আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

২৮-১১-১৪৪৩ হি.

২৯-০৬-২০২২ ঈ.

 

সকল ফাতওয়া- এক নজরে সকল ফাতওয়া

Related Articles

Back to top button