সিয়াম:ফাতওয়া  নং  ৮০

পায়খানার রাস্তা দিয়ে গেজ বের হলে কি রোযা ভেঙ্গে যায়?

পায়খানার রাস্তা দিয়ে গেজ বের হলে কি রোযা ভেঙ্গে যায়?

প্রশ্ন:

এক ব্যক্তির পায়খানার রাস্তা দিয়ে গেজ বের হয়, সাথে রক্তও ঝরে। এতে কি তার রোযা ভেঙ্গে যাবে?

প্রশ্নকারী- ইসমাইল

উত্তর:

রোযাদারের শরীর হতে বীর্য বের হলে কিছু শর্তসাপেক্ষে রোযা ভঙ্গ হয়। একইভাবে ইচ্ছাকৃত মুখভরে বমি করলে রোযা ভঙ্গ হয়। এছাড়া অন্য কিছু বের হওয়ার দ্বারা রোযা ভাঙ্গে না। তাই গেজ ও রক্ত বের হওয়ার দ্বারাও রোযা ভাঙ্গবে না। ইবনে আব্বাস রাযি. বলেন,

أن النبي صلى الله عليه وسلم احتجم وهو صائم

“রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোযাবস্থায় শিঙ্গা লাগিয়েছেন।” -সহিহ বুখারী, ১৯৩৮

ইবনে মাসউদ ও ইবনে আব্বাস রাযি. বলেন,

الفطر مما دخل، وليس مما خرج. -رواه البخاري (3/33) تعليقا عن ابن عباس، ووصله ابن أبي شيبة في المصنف (9411) ورواه الطبراني عن ابن مسعود، وقال الهيثمي في مجمع الزوائد (1/243) : رجاله موثقون.

“রোযা ভঙ্গ হয় কোনো কিছু প্রবেশ করার দ্বারা, বের হওয়ার দ্বারা নয়।” -সহীহ বুখারী, ৩/৩৩ মুসান্নাফ ইবনে আবী শাইবা, ৯৪১১ মাজমাউয যাওয়ায়েদ, ১/২৪৩, আরো দেখুন ফতোয়া শামি: ২/৩৯৭, ইমদাদুল আহকাম: ৩/১২৮

واللہ أعلم

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

২৫-১১-১৪৪১ হি.

১৭-০৭-২০২০ ইং

Related Articles

Back to top button