ফাতওয়া  নং  ৩৬

রোজা রাখা অবস্থায় বমি হলে কি রোজা ভেঙ্গে যাবে?

রোজা রাখা অবস্থায় বমি হলে কি রোজা ভেঙ্গে যাবে?

রোজা রাখা অবস্থায় বমি হলে কি রোজা ভেঙ্গে যাবে?

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

 

প্রশ্ন:

রোজা রাখা অবস্থায় বমি হলে কি রোজা ভেঙ্গে যাবে? বিস্তারিত জানতে চাই

আদনান

উত্তর:

بسم الله الرحمن الرحيم

الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اما بعد:

রোযার কথা স্মরণ থাকা অবস্থায় কেউ ইচ্ছাকৃত মুখভরে বমি করলে রোযা ভেঙ্গে যাবে। অন্যথায় বমির কারণে রোযা ভাঙ্গবে না। -সুনানে তিরমিযি: ৭২০, আদ্দুররুল মুখতার (মাআ রাদ্দিল মুহতার): ২/৪১৪-৪১৫, রদ্দুল মুহতার: ২/৪১৫, আলবাহরুর রায়েক: ৬/১৯৫, ফতোয়া আলমগিরি: ১/২০৪

فقط. والله تعالى اعلم بالصواب

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

১ লা যুলকা’দাহ, ১৪৪১ হিজরি

২৩ জুন ২০২০ ইংরেজি