
রোজা রাখা অবস্থায় বমি হলে কি রোজা ভেঙ্গে যাবে?
আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)
প্রশ্ন:
রোজা রাখা অবস্থায় বমি হলে কি রোজা ভেঙ্গে যাবে? বিস্তারিত জানতে চাই
আদনান
উত্তর:
بسم الله الرحمن الرحيم
الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اما بعد:
রোযার কথা স্মরণ থাকা অবস্থায় কেউ ইচ্ছাকৃত মুখভরে বমি করলে রোযা ভেঙ্গে যাবে। অন্যথায় বমির কারণে রোযা ভাঙ্গবে না। -সুনানে তিরমিযি: ৭২০, আদ্দুররুল মুখতার (মাআ রাদ্দিল মুহতার): ২/৪১৪-৪১৫, রদ্দুল মুহতার: ২/৪১৫, আলবাহরুর রায়েক: ৬/১৯৫, ফতোয়া আলমগিরি: ১/২০৪
فقط. والله تعالى اعلم بالصواب
আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)
১ লা যুলকা’দাহ, ১৪৪১ হিজরি
২৩ জুন ২০২০ ইংরেজি