হেবা-মীরাস-অসিয়ত
পৈতৃক সূত্রে প্রাপ্ত জায়গা-জমির উপর কি যাকাত আসে?
পৈতৃক সূত্রে প্রাপ্ত জায়গা-জমির উপর কি যাকাত আসে?
প্রশ্ন:
পৈতৃক সূত্রে যেসব জায়গা-জমি পাওয়া যায়, সেগুলার কি যাকাত দেয়া লাগবে?
-আহমাদ
উত্তর: পৈত্রিক সূত্রে প্রাপ্ত জায়গা-জমির উপর যাকাত ফরয নয়। কারণ যাকাত শুধু সোনা-রুপা, টাকা-পয়সা, গৃহপালিত পশু (নির্ধারিত নিয়ম অনুযায়ী) এবং ব্যবসার পণ্য ও ব্যবসার জমির উপর ফরয হয়। -খিযানাতুল ফিকহ, পৃ: ৭২ (দারুল কুতুবিল ইলমিয়্যাহ); রদ্দুল মুহতার: ২/২৬৫, ২৬৭ (দারুল ফিকর)
তবে উশরি জমিতে চাষাবাদ করলে ফসলের উশর ওয়াজিব হয়। উশরের ব্যাপারে বিস্তারিত জানতে দেখুন:
উশর: একটি বিস্মৃত ফরয জরুরি মাসায়েল | মাওলানা উযায়ের আহমদ হাফিযাহুল্লাহ
فقط، والله تعالى أعلم بالصواب
আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)
২৩-১০-১৪৪৬ হি.
২২-০৪-২০২৫ ইং