প্রশ্ন:
আমার চাচা লন্ডনে থাকেন, তবে আত্মীয়স্বজনের মাধ্যমে বাংলাদেশে কুরবানী দেন। গত দুই বছর তারা লন্ডনে ঈদের জামাত শেষ হওয়ার পর কুরবানী করেন। ওখানে ঈদের জামাত স্থানীয় সময় ৯–১০ টায় শেষ হলেও বাংলাদেশে তখন দুপুর ২–৩ টা বেজে যায়। জানার বিষয় হলো–এভাবে কুরবানী করা জরুরি?
আমীর হামজা
উত্তর: লন্ডন প্রবাসীর কুরবানী বাংলাদেশে করতে হলে, তাদের ঈদের নামায শেষ হওয়ার জন্য অপেক্ষা করা জরুরি নয়; বরং সেখানে দশই যিলহজ সুবহে সাদিক হলেই এখানে তাদের কুরবানী করা যাবে। অবশ্য বাংলাদেশের যেখানে কুরবানী করা হবে, সেখানে ঈদের জামাত শেষ হতে হবে, তার আগে করলে সহীহ হবে না। -ফাতাওয়া কাজীখান: (৯/২৪৩) (আলমাকতাবাতুল আশরাফিয়্যাহ); আল-বাহরুর রায়েক: (৮/২০০) (দারুল কিতাবিল ইসলামী); রদ্দুল মুহতার: (৬/৩১৮) (দারুল ফিকর) ফাতাওয়া উসমানী: ৪/১০২ (দারুল ইশাআত, করাচী)
والله تعالى أعلم بالصواب
-আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)
২১-০৪-১৪৪৭ হি.
১৪-১০-২০২৫