সালাতফাতওয়া  নং  ৩২৫

জামাআতের সাথে নামায আদায়ের জন্য সর্বনিম্ন কয়জন মুসল্লী থাকতে হবে?

জামাআতের সাথে নামায আদায়ের জন্য সর্বনিম্ন কয়জন মুসল্লী থাকতে হবে?

জামাআতের সাথে নামায আদায়ের জন্য সর্বনিম্ন কয়জন মুসল্লী থাকতে হবে?

পিডিএফ ডাউনলোড করুন

ওয়ার্ড ডাউনলোড করুন

প্রশ্নঃ 

জামাআতের সাথে নামায আদায়ের জন্য সর্বনিম্ন কয়জন মুসল্লী থাকতে হবে? শুধু দুইজনে কি জামাআত করা যাবে?

নাম- মাহমুদ

উত্তরঃ

بسم الله الرحمن الرحيم

জি, জুমআ ব্যতীত অন্যান্য নামাযে দুইজনেও জামাআত করা যাবে। জুমআর জন্য ইমাম ছাড়া ন্যূনতম তিনজন হতে হবে। হাদীসে এসেছে,

عن مالك بن الحويرث، قال: أتى رجلان النبي صلى الله عليه وسلم يريدان السفر، فقال النبي صلى الله عليه وسلم: «إذا أنتما خرجتما، فأذنا، ثم أقيما، ثم ليؤمكما أكبركما». -صحيح البخاري (1/ 128 ط. دار طوق النجاة رقم: 630) صحيح مسلم (1/ 466 دار إحياء التراث العربي – بيروت رقم: 674)

“মালেক বিন হুওয়াইরিস রাযি. বলেন, দুজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সফরের ইচ্ছা ব্যক্ত করলে নবীজি তাদের বললেন, তোমরা সফরে বের হলে আযান ও ইকামত দিবে অতঃপর তোমাদের মধ্যে যে বয়সে বড়ো, সে যেন নামাযের ইমামতি করে।” -সহীহ বুখারী: ১/১২৮ হাদীস নং: ৬৩০ দারু তওকিন নাজাহ; সহীহ মুসলিম: ১/৪৬৬ হাদীস নং: ৬৭৪ দারু ইহইয়ায়িত তুরাসিল আরাবী, বৈরুত

আরও দেখুন,জামে তিরমিযী: ১/২৯৭ হাদীস নং: ২২০ দারুল গারবিল ইসলামী, বৈরুত; কিতাবুল আসল: ১/৩১১ দারু ইবনি হাযম, বৈরুত; ফাতাওয়া শামী: ১/৫৩৩ ও ২/১৫১ দারুল ফিকর, বৈরুত; আল-আশবাহ ওয়ান নাযায়ের, পৃ: ৪৪০ দারুল ফিকর, বৈরুত

والله تعالى أعلم بالصواب

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

১৮-০৬-১৪৪৪ হি.

১২-০১-২০২৩ ঈ.

আরও পড়ুনঃ মসজিদ ছাড়া অন্য কোনো স্থানে জুমআর নামায পড়া যায় কি?

Related Articles

Back to top button