তাগুত সরকারকে ট্যাক্স দেওয়ার বিধান
পিডিএফ ডাউনলোড করুন
ওয়ার্ড ডাউনলোড করুন
প্রশ্ন:
বর্তমানে সরকারি কিছু লোক বাড়ির ট্যাক্স নিতে আসছে। এসব টাকা তাগুতি সরকারের কাজে ব্যবহৃত হয়ে থাকে। এই ট্যাক্স ঠিকমতো না দিলে পরবর্তীতে নানান ঝামেলা হওয়ার আশঙ্কা রয়েছে। এমতাবস্থায় আমাদের মতো সীমিত আয়ের লোকদের করণীয় কী?
-আবদুল্লাহ, চট্টগ্রাম
উত্তর:
بسم الله الرحمن الرحيم
الحمد لله، والصلاة والسلام على رسول الله، أما بعد
তাগুত সরকারকে ট্যাক্স না দিয়ে অথবা কম দিয়ে পারার সুযোগ থাকলে তাই করবেন। তবে তা করতে গেলে যদি জেল-জুলুমের আশঙ্কা হয় কিংবা সম্মানহানির ভয় হয়, তাহলে নিজেকে বাঁচানোর জন্য ট্যাক্স প্রদান করে দেয়াই সমীচীন। বিস্তারিত দেখুন:
ফাতওয়া নং ১৩৭ বর্তমান তাগুত সরকারকে ট্যাক্স দেওয়া কি জায়েয হবে?
ফাতওয়া নং ১৯৮ ঘুষ দিয়ে সরকারি ট্যাক্সের পরিমাণ কমানো কি বৈধ হবে?
فقط، والله تعالى أعلم بالصواب
আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)
৩০-১১-১৪৪৫ হি.
০৭-০৭-২০২৪