বুকশপ এর নামে নিজের জন্য পাইকারি দামে বই কেনা
পিডিএফ ডাউনলোড করুন
প্রশ্ন:
আমি নিয়মিত বই পড়ি, পাশাপাশি আমার একটি অনলাইন বুকশপ আছে। সাধারণত প্রকাশনীগুলো বুক শপগুলোকে পাইকারি দামে বই দিয়ে থাকে। এখন দেখা যায়, বই কিনতে গেলে কিছু বই আমার নিজের জন্য পছন্দ হয়ে যায়। নিজের জন্য পছন্দ হওয়া বইটি শপের নাম দিয়ে পাইকারি দামে কেনা কি আমার জন্য উচিত হবে? যদিও আমি চাইলে সেই বইটি বিক্রির জন্য অনলাইনেও পোস্ট করতে পারবো। কিন্তু মূলত নিজের সংগ্রহের ব্যাপারটাই মেইন থাকে।
ইসলাম ইবনে কালাম
উত্তর:
بسم الله الرحمن الرحيم
শপের নামে পাইকারি দামে বই কিনে আপনার ব্যক্তিগত সংগ্রহে রেখে দিতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। বুক শপের মালিক যেহেতু আপনি নিজেই, সুতরাং বুকশপের যে কোনো বই-ই তো আপনি রেখে দিতে পারেন। তাছাড়া এভাবে দোকানের জন্য কিংবা অনলাইন বুক শপের জন্য যারা পাইকারি দামে বই কিনে, তারা ব্যক্তিগত সংগ্রহের জন্য কিনলেও প্রকাশকরা পাইকারি দামেই দেবে। সুতরাং আপনার সংশয় না কাটলে তাদের সঙ্গে কথাও বলে নিতে পারেন। একারণে আশা করি কোনো প্রকাশক আপনার থেকে দাম বেশি রাখবে না ইনশাআল্লাহ।
فقط. والله تعالى اعلم بالصواب
আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (গুফিরা লাহু)
১০ ই যুলকা’দাহ, ১৪৪১ হি.
২ রা জুলাই, ২০২০ ইং
আরো পড়ূন
বাকি বিক্রিতে নগদ মূল্যের চেয়ে বেশি মূল্য নেওয়ার হুকুম কী?
ভ্যাট ফাঁকি দিয়ে বিদেশি মোবাইল আমদানি করা ও ক্রয়-বিক্রয় করার হুকুম কী?