ব্যবসা ও ক্রয় বিক্রয়:ফাতওয়া  নং  ২১৩

ভ্যাট ফাঁকি দিয়ে বিদেশি মোবাইল আমদানি করা ও ক্রয়-বিক্রয় করার হুকুম কী?

ভ্যাট ফাঁকি দিয়ে বিদেশি মোবাইল আমদানি করা ও ক্রয়-বিক্রয় করার হুকুম কী?

ভ্যাট ফাঁকি দিয়ে বিদেশি মোবাইল আমদানি করা ও ক্রয়-বিক্রয় করার হুকুম কী?

পিডিএফ ডাউনলোড করুন

ওয়ার্ড ডাউনলোড করুন

প্রশ্নঃ

দেশের বিভিন্ন দোকানে বিদেশি মোবাইল সেটগুলো শো রুমের চেয়ে কম দামে বিক্রি করা হয়। এগুলো সাধারণত ভ্যাট ফাঁকি দিয়ে দেশে এনে বিক্রয় করা হয়। এসব সেট ক্রয়-বিক্রয় করার হুকুম কী?

প্রশ্নকারী- আফসানা

উত্তরঃ 

প্রচলিত ভ্যাট সম্পূর্ণ অন্যায় ও জুলুম। এমন শোষনমূলক ভ্যাট শরীয়তে সম্পূর্ণ নিষিদ্ধ। তা ফাঁকি দেয়া শুধু বৈধই নয়, বরং সম্ভব হলে তা জরুরি। কারণ, ভ্যাটের অর্থ তাগুত শাসকদের আরও শক্তিশালী করে এবং তাদের হারাম ও কুফরি কাজে সাহায্য করে। এ বিষয়ে বিস্তারিত জানতে সাইটে প্রকাশিত ‘বর্তমান তাগুত সরকারকে ট্যাক্স দেওয়া কি জায়েজ হবে?’ শিরোনামের ১৩৭ নং ফতোয়াটি দেখুন।সুতরাং এসব অন্যায় ও শোষনমূলক ভ্যাট ফাঁকি দিয়ে মোবাইল আমদানি ও বিক্রয় করা জায়েয এবং ক্রয় করাও জায়েয।

فقط، والله تعالى أعلم بالصواب

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

১০-০৪-১৪৪৩ হি.

১৬-১১-২০২১ ঈ.

Related Articles

Back to top button