সুদ-ঘুষফাতওয়া  নং  ২০৮

ব্যাংক থেকে কোনো সেবা নিয়ে তার বিনিময়ে যে চার্জ দেয়া হয় তা কি সুদ হবে?

ব্যাংক থেকে কোনো সেবা নিয়ে তার বিনিময়ে যে চার্জ দেয়া হয় তা কি সুদ হবে?

ব্যাংক থেকে কোনো সেবা নিয়ে তার বিনিময়ে যে চার্জ দেয়া হয় তা কি সুদ হবে?

পিডিএফ ডাউনলোড করুন

ওয়ার্ড ডাউনলোড করুন

প্রশ্নঃ

ব্যাংকে টাকা জমা রাখতে কিংবা কোথাও টাকা পাঠাতে ব্যাংককে মাসিক বা বাৎসরিক যে চার্জ দিতে হয় তা কি সুদ হবে? একইভাবে দীর্ঘদিনের জন্য কিংবা কিছু দিনের জন্য ব্যাংকে টাকা জমা রাখলে, ব্যাংক কখনো কিছু টাকা লাভ দেয়। কখনো কিছু টাকা কেটে নেয়। আমার প্রশ্ন হল, ব্যাংক আমাকে যে লাভ দেয় তা যে সুদ ও হারাম, তা তো জানি কিন্তু ব্যাংক আমার কাছ থেকে যে টাকা কেটে নেয়, তাও কি সুদ ও হারাম?

প্রশ্নকারী- মুহাম্মাদ মিনহাজ

উত্তরঃ

ব্যাংকে টাকা রাখা বাবদ বা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানো বাবদ ব্যাংক যে চার্জ গ্রহণ করে, তা মূলত তাদের সার্ভিস চার্জ। অর্থাৎ ব্যাংক আপনাকে যে সেবা দিচ্ছে, তার বিনিময়। যা ব্যাংকের জন্য গ্রহণ করাও বৈধ এবং দাতার জন্য প্রদান করাও বৈধ। তা সুদের অন্তর্ভুক্ত নয়। -ফাতাওয়া হিন্দিয়া: ৪/৩৪২; মাজাল্লাতু মাজমাইল ফিকহিল ইসলামি: ৪/৫২০

فقط والله تعالي اعلم بالصواب

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

০৮-০৩-১৪৪৩ হি.

১৬-১০-২০২১ ঈ.

আরও পড়ুনঃ সুদের টাকা দিয়ে কি অন্যায় ট্যাক্স পরিশোধ করা যাবে?

Related Articles

Back to top button