জুমআফাতওয়া  নং  ৪৫৫

অন্যায় গ্রেফতার এড়াতে জুমআর পরিবর্তে কি জোহর পড়া যাবে?

অন্যায় গ্রেফতার এড়াতে জুমআর পরিবর্তে কি জোহর পড়া যাবে?

অন্যায় গ্রেফতার এড়াতে জুমআর পরিবর্তে কি জোহর পড়া যাবে?

অন্যায় গ্রেফতার এড়াতে জুমআর পরিবর্তে কি জোহর পড়া যাবে?

 

প্রশ্ন:

কারো অবস্থা যদি এমন হয় যে, তিনি জুমআ পড়ার জন্য বাইরে বের হলে অন্যায়ভাবে গ্রেফতার হওয়ার আশঙ্কা আছে, তাহলে কি তার জন্য জুমআর পরিবর্তে নিজ বাসায় জোহর পড়ার সুযোগ আছে?

 -আবদুস সালাম

উত্তর:

بسم الله الرحمن الرحيم

জুমআর জামাতে গেলে যদি অন্যায়ভাবে গ্রেফতার হওয়ার কিংবা জান-মাল ঝুঁকিতে পড়ার আশঙ্কা থাকে, তাহলে তার উপর জুমআ ওয়াজিব নয়। এই নিরাপত্তাহীনতা ব্যক্তিগত কারণে হোক কিংবা জিহাদী কাজের কারণে হোক, উভয় অবস্থার একই বিধান।

আল্লামা বদরুদ্দিন আইনী হানাফী রহিমাহুল্লাহ (৮৫৫ হি.) বলেন,

والمختفي من السلطان الظالم يباح له أن لا يخرج إلى الجمعة والجماعة. اهـ. -البناية شرح الهداية 3/ 71، دار الكتب العلمية.

“জালিম শাসকের ভয়ে আত্মগোপনকারীর জন্য জুমআ ও জামাতের উদ্দেশ্যে বের না হওয়া জায়েয।” –আল-বিনায়া: ৩/৭১; আরো দেখুন: দুরারুল হুক্কাম: ১/১৩৮, ফাতহুল কাদীর: ২/৬২, ফাতাওয়া হিন্দিয়া; ১/১৪৪, আল-বাহরুর রায়েক: ২/১৬৩

সুতরাং কেউ এমন পরিস্থিতির শিকার হলে জুমআয় না গিয়ে ঘরে জোহর নামায আদায় করতে পারবেন। এক্ষেত্রে তিনি:

ক. এলাকায় জুমআর জামাত শেষ হওয়ার পর জোহর পড়বেন; আগে নয়।

খ. আযান-ইকামত ছাড়া পড়বেন।

গ. জামাত না করে একা আদায় করবেন।

দেখুন: ফতোয়া নং ৪৪৮ নিরাপত্তার স্বার্থে জুমআ বর্জনের বিধান

فقط، والله تعالى أعلم بالصواب

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

১১-১১-১৪৪৫ হি.

২৩-০৩-২০২৪ ঈ.

Related Articles

Back to top button