দীর্ঘ দিন দূরে থাকার পর তালাক দিলে ইদ্দতের হুকুম কী?
পিডিএফ ডাউনলোড করুন
ওয়ার্ড ডাউনলোড করুন
প্রশ্নঃ
স্বামী স্ত্রী দেড় বছর ধরে আলাদা। এ অবস্থায় স্বামী তার স্ত্রীকে তালাক দেয়। এক্ষেত্রে ইদ্দতের হুকুম কী?
-আবদুল হক
উত্তরঃ
এ অবস্থায়ও তালাকের পর থেকেই ইদ্দত পালন করতে হবে।–মুসান্নাফ ইবনে আবী শাইবাহ: ১০/১৩১ হাদীস নং: ১৯২৫১ দারুল কিবলাহ; বাদায়েউস সানায়ে: ৩/১৯২ দারুল কুতুবিল ইলমিয়্যাহ, বৈরুত; রদ্দুল মুহতার: ৩/৫২৯ দারুল ফিকর, বৈরুত; আল-মওসুয়্যাহ ফিকহিয়্যাহ: ২৯/৩০৭ ওযারাতুল আওকাফ, কুয়েত; ইমদাদুল মুফতিন: ২/৫৮৬ যাকারিয়া বুক ডিপো; খাইরুল ফাতাওয়া: ৫/২৮৪ যাকারিয়া বুক ডিপো
আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)
১৭-৭-৪৪
০৯-২-২৩
আরও পড়ুনঃ প্রথম স্বামীর তালাক দেওয়া ছাড়া অন্যত্র বিয়ে করলে সেই বিয়ে কি সহীহ হয়?