সুদ-ঘুষ

ব্যবসা করার উদ্দেশ্য কি কিস্তিতে লোন নেয়া যাবে ?

ব্যবসা করার উদ্দেশ্য কি কিস্তিতে লোন নেয়া যাবে?

ব্যবসা করার উদ্দেশ্য কি কিস্তিতে লোন নেয়া যাবে?

পিডিএফ ডাউনলোড করুন

ওয়ার্ড ডাউনলোড করুন

প্রশ্নঃ

আমি পোলট্রি ব্যবসা করার জন্য কিস্তিতে লোন নিতে চাচ্ছি। এখন এই লোন দিয়ে ব্যবসা করা জায়েয আছে?

প্রশ্নকারী- আহমেদ

উত্তরঃ

আমাদের দেশে যারা কিস্তি ভিত্তিক ঋণ দেয়, তারা সাধারণত সুদের বিনিময়ে ঋণ দেয়। সুদ নেয়া ও দেয়া উভয়ই হারাম। পবিত্র কুরআনে ইরশাদ হচ্ছে,

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ * فَإِنْ لَمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِنَ اللَّهِ وَرَسُولِه. -البقرة: 278-279

“হে ঈমানদারগণ! আল্লাহকে ভয় কর এবং সুদের যা বকেয়া আছে তা ছেড়ে দাও; যদি তোমরা মুমিন হও। যদি তা না কর, তবে আল্লাহ ও তাঁর রাসূলের পক্ষ হতে যুদ্ধের ঘোষণা শুনে নাও।” -সূরা বাকারা (২) : ২৭৮-২৭৯

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদি লেনদেনে জড়িত সকলকে লানত করেছেন।  জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত-

لعن رسول الله -صلى الله عليه وسلم- آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء. -صحيح مسلم، رقم: 4177؛ ط. دار الجيل بيروت + دار الأفاق الجديدة ـ بيروت

“সুদ গ্রহীতা, সুদ দাতা, সুদি লেন-দেনের লেখক ও স্বাক্ষীদ্বয়, সকলের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন এবং বলেছেন, এরা সবাই সমান।” -সহীহ মুসলিম ৪১৭৭

সুতরাং পোলট্রি ব্যবসা বা অন্য কোনো কাজের জন্যই সুদি লোন নেয়া যাবে না।

-ফাতাওয়া উসমানী: ১/২৮৫; মিম্বারুত তাওহীদ ওয়াল জিহাদ, মুন্তাদাল আসয়িলাহ: প্রশ্ন নং: ১০/২৪০; আলইসলাম, সুওয়াল ও জাওয়াব, ফতোয়া নং: ৯০৫৪; ফাতাওয়া মাহমুদিয়্যাহ: ১৬/৩০৫-৩০৭; ফাতাওয়া হাক্কানিয়্যাহ: ৬/২২৪; ফাতাওয়া রহিমিয়্যাহ: ৯/২২৯; কিতাবুন নাওয়াযেল: ১১/৩৩৫; ফাতাওয়া কাসিমিয়্যাহ: ৬/৪০৯

والله سبحانه وتعالى أعلم

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

২৫-০৩-১৪৪৪ হি.

২২-১০-২০২২ ঈ.

আরও পড়ুনঃ মাসিক নির্দিষ্ট হারে প্রদানের শর্তের ঋণ চুক্তির হুকুম কী?

Related Articles

Back to top button