সুদ-ঘুষফাতওয়া  নং  ৩৬৬

দুই দেশের মুদ্রা বিনিময় করা কি বৈধ?

দুই দেশের মুদ্রা বিনিময় করা কি বৈধ?

দুই দেশের মুদ্রা বিনিময় করা কি বৈধ?

পিডিএফ ডাউনলোড করুন

ওয়ার্ড ডাউনলোড করুন

প্রশ্নঃ

আমার এক ভাই বিদেশি মুদ্রা (ডলার, রিয়াল ইত্যাদি) কিনে মজুদ করে রাখেন। পরে যখন দাম বাড়ে, বিক্রি করে দেন। আমার জানার বিষয় হলো, এভাবে মুদ্রা কেনা-বেচা করা কি জায়েয আছে?

-উসমান

উত্তরঃ

জি, এভাবে দুই দেশের মুদ্রা কেনা-বেচা করা জায়েয আছে। শর্ত হল, একই মজলিসে যে কোনও এক প্রকার মুদ্রা প্রাপককে হস্তান্তর করতে হবে।-মুসান্নাফ আব্দুর রাযযাক: ৮/৯০ (আল-মাকতাবুল ইসলামী, বৈরুত); ফাতাওয়া উসমানী: ৩/১৪৮ (যাকারিয়া বুক ডিপো, দেওবন্দ); ফিকহুল বুয়ূ: ২/৭৬৩-৭৬৫ (দারুল কলম, দিমাশক); আহসানুল ফাতাওয়া: ৭/৭৭-৮০ (আল-মাকতাবাতুল আশরাফিয়্যা, দেওবন্দ); কিতাবুন নাওয়াযেল: ১১/৮৯ (আল-মারকাযুল ইলমী, মুরাদাবাদ)

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

১৭-৭-৪৪

০৯-২-২৩

আরও পড়ুনঃ ব্যবসা করার উদ্দেশ্য কি কিস্তিতে লোন নেয়া যাবে ?

Related Articles

Back to top button