সুদ-ঘুষফাতওয়া  নং  ৩৪২

মোবাইলে ইমার্জেন্সি লোনের লেনদেনের বিধান

মোবাইলে ইমার্জেন্সি লোনের লেনদেনের বিধান

মোবাইলে ইমার্জেন্সি লোনের লেনদেনের বিধান

পিডিএফ ডাউনলোড করুন

ওয়ার্ড ডাউনলোড করুন

প্রশ্নঃ

আমরা সিম থেকে যে ইমার্জেন্সি লোন নিয়ে থাকি, সাধারণত যতো টাকা নিই, দেওয়ার সময় তার চেয়ে বেশি দিতে হয়। যেমন, বারো টাকা নিলে পরিশোধ করার সময় চৌদ্দ টাকার মতো দিতে হয়। এখন জানার বিষয় হচ্ছে, এভাবে চৌদ্দ টাকা দিয়ে বারো টাকা নেওয়া কি জায়েয হবে?

নাম- নুরুল আনওয়ার

উত্তরঃ

এক্ষেত্রে সিম কোম্পানি যে অতিরিক্ত অর্থ নেয়, তা সুদ নয়; বরং জায়েয। কারণ তারা আসলে আপনাকে টাকা দেয় না। ব্যালেন্স হিসেবে মোবাইলে যে ১২ টাকা দেখায়, তা টাকা নয়; বরং ১২ টাকা সমমূল্যের সেবা। এই সেবাটাই অন্য সময় অগ্রীম টাকা দিয়ে ক্রয় করেন বিধায় স্বাভাবিক মূল্য নেয়। এখন বাকিতে ক্রয় করছেন বিধায় কিছু বেশি নিচ্ছে। বাকি বিক্রির কারণে নগদ থেকে কিছু বেশি মূল্য নেওয়া নাজায়েয নয়; যদিও অনেক বেশি নেওয়া ঠিক নয়। হ্যাঁ, তারা যদি আপনাকে টাকা দিয়ে টাকা বেশি নিত, তাহলে সেটা সুদ গণ্য হত। -দেখুন: হেদায়া: ৩/২৩০; বাদায়েউস সানায়ি: ৪/১৭৪; ফতোয়া সাইট, বানুরি টাউন: ১৪৪২১২২০০৫০৪; ফতোয়া সাইট, দারুল উলুম দেওবন্দ: ৫৮২২৫; ইসলাম, সুওয়াল-জওয়াব: ২২০২২২

والله تعالى أعلم بالصواب

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

১৮-০৬-১৪৪৪ হি.

১২-০১-২০২৩ ঈ.

আরও পড়ুনঃ রোগী পাঠানোর কমিশন বাবদ অর্থ গ্রহণের হুকুম কী?

Related Articles

Back to top button