হারাম অর্থ জনকল্যাণমূলক কাজে ব্যয় করার দলীল কী?
হারাম অর্থ জনকল্যাণমূলক কাজে ব্যয় করার দলীল কী?
পিডিএফ ডাউনলোড করুন
ওয়ার্ড ডাউনলোড করুন
প্রশ্ন:
আমি অনেক দিন থেকেই লাজনার ফতোয়া পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের ইলমী বিশ্লেষণ অনেক চমৎকার। লাজনার একটি ফতোয়াতে দেখলাম, সুদের টাকা জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা যাবে। কিন্তু আমি অন্য একজন গ্রহণযোগ্য মুফতী সাহেব থেকে শুনলাম, এটা জায়েয নয়। আর লাজনার ফতোয়ায় জায়েযের কোনো দলীল আমি খুঁজে পাইনি। ফতোয়াটি হল যদি হকদার বা তাদের ওয়ারিসদের পরিচয় জানা না থাকে বা খুঁজে বের করা সম্ভব না হয়, তাহলে ওই সম্পদ মালিকের পক্ষ হতে যাকাত গ্রহণের উপযুক্ত কোনো গরীবকে সাদাকা করে দিতে হবে বা মুসলিমদের জনকল্যাণমূলক কোনো কাজে ব্যয় করতে হবে। জিহাদের খাতেও ব্যয় করা যাবে। ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ (৭২৮ হি.) বলেছেন, এটাই উত্তম। তিনি বলেন,
ومن أراد التخلص من الحرام والتوبة ولا يمكن رده إلى أصحابه فلينفقه في سبيل الله عن أصحابه فإن ذلك طريق حسنة إلى خلاصه مع ما يحصل له من أجر الجهاد. اهـ مجموع الفتاوى
মেহেরবানি করে যদি কোনো দলীল দিতেন, উপকৃত হতাম!
-মুহাম্মাদ তাসনিম
উত্তর:
এবিষয়ে সংশয় নিরসন করে দলীল প্রমাণসহ বিস্তারিত একটি ফতোয়া প্রকাশিত হয়েছে আলহামদুলিল্লাহ। আপনি সেটি দেখতে পারেন:
আরও দেখুন,ফাতওয়া নং: ৪১৪- জনকল্যাণমূলক কাজে হারাম অর্থ ব্যয়: একটি সংশয় নিরসন
আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)
২৪-০৫-১৪৪৫ হি.
০৯-১২-২০২৩ ঈ.