বিবিধফাতওয়া  নং  ৩২৬

বন্দী ছেলেকে মুক্ত করা অগ্রগণ্য? না, ফরয হজ?

বন্দী ছেলেকে মুক্ত করা অগ্রগণ্য? না, ফরয হজ?

বন্দী ছেলেকে মুক্ত করা অগ্রগণ্য? না, ফরয হজ?

পিডিএফ ডাউনলোড করুন

ওয়ার্ড ডাউনলোড করুন

প্রশ্নঃ

আমার এক ভাই দীনি কারণে একটি হত্যা মামলায় দীর্ঘ পাঁচ-ছয় বছর যাবত তাগুতের কারাগারে বন্দী। অপরদিকে আমার আম্মা হজে যাওয়ার খেয়াল করেছেন।

এখন আমার জানার বিষয় হলো, এহেন পরিস্থিতিতে শরয়ী দৃষ্টিকোণ থেকে আমার আম্মার জন্য হজে যাওয়াটা অগ্রগণ্য? না, হজের টাকা দিয়ে বন্দী ছেলেকে মুক্ত করার চেষ্টা তদবীর করা অগ্রগণ্য?

নাম- আহমাদ

উত্তরঃ

بسم الله الرحمن الرحيم

আপনার মায়ের জন্য হজ অপেক্ষা ছেলেকে তাগুতের কারাগার থেকে মুক্ত করার চেষ্টা তদবীর করা অগ্রগণ্য। যদি ছেলেকে মুক্ত করার জন্য অর্থ খরচ করলে হজের অর্থ শেষ হয়ে যায়, তবুও আপাতত হজ মওকুফ রেখে আগে ছেলেকে মুক্ত করার চেষ্টা করা জরুরি। এতে তিনি হজের চেয়ে অধিক সাওয়াবের অধিকারী হবেন ইনশাআল্লাহ। পরে আল্লাহ পুনরায় সামর্থ্য দিলে হজ আদায় করবেন। -আয-যখীরাহ, ইমাম করাফী: ৩/১৭৭ দারুল গারবিল ইসলামী, বৈরুত; মাওয়াহিবুল জলীল: ২/৫০৪ দারুল ফিকর, বৈরুত; আহকামুল কুরআন, ইবনুল আরাবী: ২/৮৮৭-৮৮৮ দারুল ফিকরিল আরাবী; তাফসীরে কুরতুবী: ২/২২ দারুল কুতুবিল মিসরিয়্যাহ, কায়রো; রওযাতুত তালিবীন: ১০/২১৪ আল-মাকতাবুল ইসলামী, বৈরুত; আল-ইখতিয়ার: ১/১৪০ মাতবাআতুল হালাবী

والله تعالى أعلم بالصواب

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

১৮-০৬-১৪৪৪ হি.

১২-০১-২০২৩ ঈ.

আরও পড়ুনঃ জিহাদের প্রস্তুতি হিসেবে মসজিদে শরীর চর্চা করা কি বৈধ হবে?

Related Articles

Back to top button