যাকাতের অর্থ কি এক দেশ থেকে অন্য দেশে পাঠানো যাবে?
পিডিএফ ডাউনলোড করুন
ওয়ার্ড ডাউনলোড করুন
প্রশ্ন:
যাকাতের অর্থ কি এক দেশ থেকে অন্য দেশে পাঠানো যাবে?
-আবদুল মুকীত
উত্তর:
যাকাত আদায়ের ক্ষেত্রে শরীয়তের স্বাভাবিক নির্দেশনা হল- প্রত্যেক এলাকার যাকাত ঐ এলাকার গরিবদের মাঝে বণ্টন করা। অন্যদেশে পাঠালেও যাকাত আদায় হয়ে যাবে, তবে বিনা কারণে এক দেশের যাকাত অন্যদেশে স্থানান্তর করা মাকরুহ। বিশেষ কোন কারণ থাকলে মাকরূহ নয়; বরং কোন কোন ক্ষেত্রে স্থানান্তর করা উত্তম।
১। যদি অন্যদেশের গরিব ব্যক্তি যাকাত আদায়কারীর আত্মীয় হয়।
২। অথবা অধিক অভাবগ্রস্থ ও মুখপোক্ষী হয়।
৩। অথবা অধিক দ্বীনদার ও মুত্তাকি হয়।
৪। অথবা তাকে দেয়ার দ্বারা ইসলাম ও মুসলমানদের বেশি উপকার হয়।
৫। অথবা আলিম কিংবা তালিবুল ইলমকে দেয়ার জন্য স্থানান্তর করা হয়।
৬। অথবা দারুল হরব থেকে দারুল ইসলামে স্থানান্তর করা হয়; যদি দারুল হারবের মুসলমানরা অধিক মুখাপেক্ষী না হয়।
(আল-হিদায়াহ: ১/১১২; আল-বাহরুর রায়িক: ২/২৬৯; আদদুররুল মুখতার: ১৩৮; রদ্দুল মুহতার: ২/৩৫৪; ফাতহুল কাদীর: ২/৭৮; ফাতাওয়া হিন্দিয়া: ১/১৯০)
فقط، والله تعالى أعلم بالصواب
আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আল-মাহদি (উফিয়া আনহু)
০৩-০৬-১৪৪৩ হি.
০৭-০১-২০২২ ঈ.
আরও পড়ুনঃ যাকাতবর্ষ পূর্ণতার আগে নেসাবের সঙ্গে যুক্ত অতিরিক্ত অর্থের হুকুম কী?