যাকাত-ফিতরা:ফাতওয়া  নং  ২২৭

যাকাতের অর্থ কি এক দেশ থেকে অন্য দেশে পাঠানো যাবে?

যাকাতের অর্থ কি এক দেশ থেকে অন্য দেশে পাঠানো যাবে?

যাকাতের অর্থ কি এক দেশ থেকে অন্য দেশে পাঠানো যাবে?

পিডিএফ ডাউনলোড করুন

ওয়ার্ড ডাউনলোড করুন

প্রশ্ন:

যাকাতের অর্থ কি এক দেশ থেকে অন্য দেশে পাঠানো যাবে?

-আবদুল মুকীত

উত্তর:

যাকাত আদায়ের ক্ষেত্রে শরীয়তের স্বাভাবিক নির্দেশনা হল- প্রত্যেক এলাকার যাকাত ঐ এলাকার গরিবদের মাঝে বণ্টন করা। অন্যদেশে পাঠালেও যাকাত আদায় হয়ে যাবে, তবে বিনা কারণে এক দেশের যাকাত অন্যদেশে স্থানান্তর করা মাকরুহ। বিশেষ কোন কারণ থাকলে মাকরূহ নয়; বরং কোন কোন ক্ষেত্রে স্থানান্তর করা উত্তম।

১। যদি অন্যদেশের গরিব ব্যক্তি যাকাত আদায়কারীর আত্মীয় হয়।

২। অথবা অধিক অভাবগ্রস্থ ও মুখপোক্ষী হয়।

৩। অথবা অধিক দ্বীনদার ও মুত্তাকি হয়।

৪। অথবা তাকে দেয়ার দ্বারা ইসলাম ও মুসলমানদের বেশি উপকার হয়।

৫। অথবা আলিম কিংবা তালিবুল ইলমকে দেয়ার জন্য স্থানান্তর করা হয়।

৬। অথবা দারুল হরব থেকে দারুল ইসলামে স্থানান্তর করা হয়; যদি দারুল হারবের মুসলমানরা অধিক মুখাপেক্ষী না হয়।

(আল-হিদায়াহ: ১/১১২; আল-বাহরুর রায়িক: ২/২৬৯; আদদুররুল মুখতার: ১৩৮; রদ্দুল মুহতার: ২/৩৫৪; ফাতহুল কাদীর: ২/৭৮; ফাতাওয়া হিন্দিয়া: ১/১৯০)

فقط، والله تعالى أعلم بالصواب

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আল-মাহদি (উফিয়া আনহু)

০৩-০৬-১৪৪৩ হি.

০৭-০১-২০২২ ঈ.

আরও পড়ুনঃ যাকাতবর্ষ পূর্ণতার আগে নেসাবের সঙ্গে যুক্ত অতিরিক্ত অর্থের হুকুম কী?

Related Articles

Back to top button