যাকাত-ফিতরা:ফাতওয়া  নং  ২৮৬

যাকাতবর্ষ পূর্ণতার আগে নেসাবের সঙ্গে যুক্ত অতিরিক্ত অর্থের হুকুম কী?

যাকাতবর্ষ পূর্ণতার আগে নেসাবের সঙ্গে যুক্ত অতিরিক্ত অর্থের হুকুম কী?

যাকাতবর্ষ পূর্ণতার আগে নেসাবের সঙ্গে যুক্ত অতিরিক্ত অর্থের হুকুম কী?

পিডিএফ ডাউনলোড করুন

ওয়ার্ড ডাউনলোড করুন

প্রশ্নঃ

আমার নেসাব পরিমাণ টাকার উপর এক বৎসর অতিবাহিত হওয়ার দুমাস আগে আরও কিছু টাকা জমা হয়েছে। এখন আমি কি শুধু আগের টাকার যাকাত দিবো, না, পরে যুক্ত টাকাসহ যাকাত দিবো?

প্রশ্নকারী- আব্দুর রহমান

 

উত্তরঃ

بسم الله  الرحمن الرحيم

الحمد لله و كفى وسلام على عباده الذين اصطفى، أما بعد:

নেসাবের মালিক হওয়ার পর বছরের মাঝে যতো অর্থ উপার্জিত হয়, বছরান্তে হিসেব করে মূল নেসাবের সঙ্গে সংযুক্ত সে অর্থেরও যাকাত দিতে হয়। বছরের মাঝে হাতে আসা অর্থের যাকাত ফরয হওয়ার জন্য তার উপর পৃথকভাবে বছর অতিক্রান্ত হওয়া জরুরী নয়। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনাকে মূল নেসাবের যাকাতবর্ষ পূর্ণ হওয়ার পর, বছরের মাঝে হাতে আসা টাকাগুলোরও যাকাত আদায় করেতে হবে।

ইবরাহিম নাখায়ি (রহ) (৯৬ হি.) বলেন,

«إن كان لك مال تزكيه فأصبت مالا قبل أن يحول عليه الحول، فزكه معه إذا حال الحول، فإن لم يكن لك مال، فلا تزكه حتى يحول عليه الحول مذ يوم أصبته». -الآثار لأبي يوسف (ص: 88)، رقم الأثر: 432، ط. دار الكتب العلمية – بيروت

“যদি তোমার এমন সম্পদ থাকে যার তুমি যাকাত দিবে, আর এ অবস্থায় বছর পূর্ণ হওয়ার পূর্বে তুমি আরও কিছু সম্পদ লাভ করলে, তাহলে বছর পূর্ণ হলে যাকাতের মূল সম্পদের সঙ্গে নতুন করে হাতে আসা সম্পদেরও যাকাত দিয়ে দিবে।…..” -কিতাবুল আছার (আবু ইউসূফ রহ), আসার নং: ৪৩২

– আরও দেখুন মাবসূত, সারাখসি: ২/২২০; বাদায়িউস  সানায়ি: ২/৪০৯; রদ্দুল মুহতার: ৩/২১৪

فقط، والله تعالى أعلم بالصواب

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

২৭-০২-১৪৪৪ হি.

২৪-০৯-২০২২ ঈ.

আরো পড়ুনঃ সদাকাতুল ফিতরের টাকা কি জিহাদের ফান্ডে দান করা যাবে?

Related Articles

Back to top button