যাকাত-ফিতরা:ফাতওয়া  নং  ৩১২

সাদাকাতুল ফিতরের টাকা কি জিহাদের ফাণ্ডে দেওয়া যাবে?

সাদাকাতুল ফিতরের টাকা কি জিহাদের ফাণ্ডে দেওয়া যাবে?

সাদাকাতুল ফিতরের টাকা কি জিহাদের ফাণ্ডে দেওয়া যাবে?

পিডিএফ ডাউনলোড করুন

ওয়ার্ড ডাউনলোড করুন

প্রশ্ন:

সাদাকাতুল ফিতরের টাকা কি জিহাদের ফাণ্ডে দেওয়া যাবে?

 

উত্তর:

সাদাকাতুল ফিতর ও যাকাত আদায়ের পদ্ধতি একই। অর্থাৎ নেসাবের মালিক নয়, এমন গরীব ব্যক্তিকে কোনো কিছুর বিনিময় ব্যতীত সাদাকাতুল ফিতরের মালিক বানিয়ে দিতে হয়। সরাসরি জিহাদের কোনো কাজে ব্যয় করা যায় না। আমাদের জানা মতে জিহাদের ফাণ্ডের অধীনে বন্দী পরিবার, শহীদ পরিবারসহ যাকাত ফিতরা গ্রহণের উপযুক্ত এমন অসংখ্য গরীব আছে এবং জিহাদের ফাণ্ডে জমা হওয়া যাকাত ফিতরার অর্থ তাদের পেছনেই ব্যয় করে। সুতরাং আপনি জিহাদের ফাণ্ডে সাদাকাতুল ফিতর দিলে,  বলে দিবেন এটা সাদাকাতুল ফিতর। যাতে তারা তা যথা খাতে ব্যয় করতে পারেন। সাধারণ কোনো গরীবকে দেওয়া অপেক্ষা এটা উত্তমও হবে। এতে আপনি সাদাকাতুল ফিতর আদায়ের পাশাপাশি জিহাদে সহযোগিতার সাওয়াবও পাবেন ইনশাআল্লাহ। -হেদায়াহ: ১/১১৩; ফাতহুল কাদীর: ২/২৮১-২৮২; মাজমুউল আনহুর: ১/২২২; আল-বাহরুর রায়িক: ২/২৭১; ফাতাওয়ায়ে তাতারখানিয়া: ৩/৪৬৩; আদ্দুররুল মুখতার: ২/৩৪৪, ৩৫৬; ৩৬৮; ফাতাওয়ায়ে হিন্দিয়া: ১/২৬৫

فقط والله تعالى أعلم بالصواب.

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

০৭-০৫-১৪৪৪ হি.

০২-১১-২০২২ ঈ.

আরও পড়ুনঃ সদাকাতুল ফিতরের টাকা কি জিহাদের ফান্ডে দান করা যাবে?

Related Articles

Back to top button