বিবিধফাতওয়া  নং  ৪৫৩

ক্ষতিকর পোকামাকড় আগুন দিয়ে পুড়িয়ে মারার বিধান

ক্ষতিকর পোকামাকড় আগুন দিয়ে পুড়িয়ে মারার বিধান

ক্ষতিকর পোকামাকড় আগুন দিয়ে পুড়িয়ে মারার বিধান

প্রশ্ন:

আমি যতটুকু জানি, কোনো প্রাণী আগুনে পুড়িয়ে মারা হারাম। কিন্তু ভীমরুল মারার সহজ পদ্ধতি হলো ওদের বাসায় আগুন লাগিয়ে দেওয়া। এছাড়া ভিন্ন পদ্ধতিতে মারা অনেক কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ ব্যাপার। জানার বিষয় হলো, আগুন দিয়ে কি ভীমরুল মারা যাবে?

-সাবিত সিয়াম

উত্তর:

ক্ষতিকর প্রাণীকে মেরে ফেলা জায়েয। তবে অনর্থক কষ্ট দিয়ে কিংবা আগুনে পুড়িয়ে মারা নিষেধ। তাই ভীমরুলের বাসায় আগুন দেওয়ার পরিবর্তে ধোঁয়া দিয়ে কিংবা অন্য কোনো উপায়ে সেগুলোকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করা যেতে পারে। অবশ্য যদি অন্য কোনো উপায়ে সেগুলোর ক্ষতি থেকে বাঁচা সম্ভব না হয় অথবা অনেক কষ্টসাধ্য হয়, তাহলে বাসায় আগুন দেওয়াও জায়েয। -রদ্দুল মুহতার: ৬/৭৫২, ৪/১২৯; (দারুল ফিকর); আল-আদাবুশ শরইয়্যাহ: ৩/৩৫৪ (আলামুল কুতুব) আল-ইকনা: ৪/১৫৬ (দারুল মারেফা); কাশশাফুল কিনা: ৫/৪৯৫ (দারুল কুতুবিল ইলমিয়্যাহ); আল-আরফুশ শাযী: ৩/১৪৫ (দারুত তুরাস) ইমদাদুল ফাতাওয়া: ৯/৪১১ (যাকারিযা বুক ডিপো, দেওবন্দ)

দেখুন: ফাতওয়া নং ২৩২ শত্রুকে আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যা করার হুকুম কী?

فقط، والله تعالى أعلم بالصواب

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)

১৩-০৯-১৪৪৫ হি.

২৪-০৩-২০২৪ ঈ.

Related Articles

Back to top button