ব্যবসা ও ক্রয় বিক্রয়:ফাতওয়া  নং  ৯৮

টিভি বা এ জাতীয় পণ্যের বিক্রয়লব্ধ অর্থের ব্যাপারে করণীয় কী?

টিভি বা এ জাতীয় পণ্যের বিক্রয়লব্ধ অর্থের ব্যাপারে করণীয় কী?

টিভি বা এ জাতীয় পণ্যের বিক্রয়লব্ধ অর্থের ব্যাপারে করণীয় কী?

পিডিএফ ডাউনলোড করুন

প্রশ্ন:

কেউ টিভি বা এ জাতীয় কোন পণ্য বিক্রি করে ফেললে তার করণীয় কী? এ জাতীয় পণ্যের মূল্য কি আল্লাহর রাস্তায় দান করে দেয়া যাব?

প্রশ্নকারী-মুহাম্মদ. মুনতাজির আল-মাহদি

উত্তর:

টিভি বা এ জাতীয় পণ্য, যা সাধারণত নাজায়েয কাজেই ব্যবহৃত হয়, তা বিক্রি করা জায়েয নেই। কেউ বিক্রি করে ফেললে, তার মূল্য সওয়াবের নিয়ত ছাড়া দান করে দিবে কিংবা জনকল্যাণমূলক কোনো কাজে ব্যয় করবে। শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া রহ. বলেছেন, এ ধরনের হারাম সম্পদ থেকে মুক্তি লাভের সর্বোত্তম পন্থা হচ্ছে জিহাদে দান করে দেওয়া। -ফাতাওয়া উসমানী, ১২৯-১৪০ তাফসীরে কুরতুবী: ৩/৩২১-৩২২ মাজমুউল ফাতওয়া: ২৮/৪২১-৪২২, ফতোয়া জামিয়া ইসলামিয়া বিন্নুরি টাউন, নং ১৪৪০১২২০১৮৬২, ১৪৩৯০৯২০২২৯৭, ১৪৩৯০৯২০১৪৮২, ১৪৪১০৮২০১৪৩৮

আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি

০৭-০১-১৪৪২ হি.

২৭-০৮-২০২০ ইং

আরো পড়ূন
মেয়েদের খোলামেলা অশ্লীল পোশাক বিক্রি করার হুকুম কী?

Related Articles

Back to top button